তুর্কি অভিনেত্রী আইবুকে পুসাতকে কতটা জানেন

তুর্কি রোমান্টিক ধারাবাহিক ‘হার ইয়ারদে সেন’-এর মূল চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী আইবুকে পুসাত। ধারাবাহিকটি বাংলায় ‘তুমি আছ সবখানে’ নামে দীপ্ত টিভিতে প্রচারে আসছে।
. এই ধারাবাহিকে চঞ্চল, উচ্ছল ও বন্ধুদের জন্য নিবেদিতপ্রাণ এক হাসিখুশি তরুণী সেলিন চরিত্রে অভিনয় করেছেন আইবুকে পুসাত। পরিচালক এন্ডার মিলার পরিচালিত ধারাবাহিকটি ২০১৯ সালে তুরস্কের ফক্স চ্যানেলে শুরু হয়েছে
ছবি: পুসাতের ইনস্টাগ্রাম থেকে
অভিনয়ের পাশাপাশি ব্যালে নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি রয়েছে ২৯ বছর বয়সী এই তারকার। ২০১৪ সালে মিস আর্থ তুর্কি বিজয়ী হয়ে শোবিজে নাম লেখান পুসাত
ছবি: পুসাতের ইনস্টাগ্রাম থেকে
‘টাইড’ নামের একটি তুর্কি ধারাবাহিকে পার্শ্বচরিত্র দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে পুসাতের। এরপর ‘বেস কারডেজ’, ‘ও হায়াত বেনিম’ ধারাবাহিকেও পার্শ্বচরিত্রে দেখা গেছে তাঁকে
ছবি: পুসাতের ইনস্টাগ্রাম থেকে
২০১৭ সালে ‘সোজ’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে খ্যাতি পান পুসাত। ২০১৮ সালে ‘হার ইয়ারদে সেন’-এ অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি পুসাতকে। নেটফ্লিক্সের ‘ফিফটি এমটু’ সিরিজে কেন্দ্রীয় চরিত্রে পাওয়া গেছে তাঁকে
ধারাবাহিকের পাশাপাশি দুয়েকটি সিনেমাও করেছেন পুসাত