প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘তালমার রোমিও জুলিয়েট’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ১৫ নভেম্বর
উইলিয়াম শেক্সপিয়ারের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ অবলম্বনে সিরিজ। কাল্পনিক গ্রাম তালমাকে কেন্দ্র করে আবর্তিত হবে এই সিরিজ।
অর্পণ গড়াই পরিচালিত সিরিজটির সৃজনশীল পরিচালক অনির্বাণ ভট্টাচার্য। খল চরিত্রে অভিনয়ও করেছেন অনির্বাণ। প্রধান দুই চরিত্রে দেখা যাবে দেবদত্ত রাহা ও হিয়া রায়কে।
‘ডেডপুল অ্যান্ড উলভারিন’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
ডেডপুল ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবিটি মুক্তির পরেই বক্স অফিসে ঝড় তুলেছিল। এবার এসেছে ওটিটিতে। ছবির অন্যতম আকর্ষণ হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের জুটি। এই জুটির পারফরম্যান্স প্রশংসিত হচ্ছে সবচেয়ে বেশি।
শন লেভি পরিচালিত ছবিটির আরেক চমক, খল চরিত্রে ব্রিটিশ অভিনেত্রী এমা করিনের উপস্থিতি।
‘ফ্রিডম অ্যাট মিডনাইট’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ১৫ নভেম্বর
১৯৪৭-১৯৪৮—ভারতের স্বাধীনতা লাভের এই সময়কালের নানা ঘটনা নিয়ে ‘ফ্রিডম অ্যাট মিডনাইট’ নামে একটি বই লিখেছিলেন ল্যারি কলিন্স ও ডমিনিক ল্যাপিয়ের। সেটি অবলম্বনে তৈরি হয়েছে একই নামের সিরিজ।
ঐতিহাসিক ড্রামা ঘরানার এই সিরিজে অভিনয় করেছেন সিদ্ধান্ত গুপ্ত, চিরাগ ভোরা, রাজেন্দ্র চাওলা, রাজেশ শর্মা। এটির পরিচালক নিখিল আদভানি।
‘দ্য ডে অব দ্য জ্যাকল’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: ১৫ নভেম্বর
মুক্তির আগেই এই ব্রিটিশ সিরিজের স্বত্ব কিনে নেয় দুনিয়ার নানা প্রান্তের ওটিটি প্ল্যাটফর্ম। সিরিজটি তৈরি হয়েছে ফ্রেডরিক ফরসাইথের একই নামের উপন্যাস অবলম্বনে। আজ আসবে থ্রিলার সিরিজটির প্রথম ছয় পর্ব। বাকি চার পর্ব পর্যায়ক্রমে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত মুক্তি পাবে। সিরিজটিতে অভিনয় করেছেন উরসুলা করবেরো, এডি রেডমাইন, লাশানা লিঞ্চ।
‘বিয়ন্ড গুডবাই’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
দুর্ঘটনায় বাগ্দত্তার মৃত্যুর পর সায়েকার এক অদ্ভুত অনুভূতি হয়; এক আগন্তুকের প্রতি আশ্চর্য টান অনুভব করে সে। কিন্তু কেন?
এমন গল্প নিয়ে তৈরি হয়েছে জাপানি রোমান্টিক সিরিজটি। এতে অভিনয় করেছেন তমা ইকুতা, ইউরি নাকামুরা। এটি বানিয়েছেন কুরোসকি হিরোশি।
‘ব্যাড সিস্টার্স’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
আইরিশ ব্ল্যাক কমেডি, থ্রিলার সিরিজটির প্রথম মৌসুম মুক্তির পরেই ব্যাপকভাবে আলোচিত হয়। এবার এসেছে দ্বিতীয় মৌসুম।
এটি তৈরি হয়েছে বেলজিয়ান সিরিজ ‘ক্লান’ অবলম্বনে। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শ্যারন হোগান, অ্যান-ম্যারি ডাফ, সারাহ গ্রিন।