‘পঞ্চায়েত’–এর পোস্টার থেকে। আইএমডিবি
‘পঞ্চায়েত’–এর পোস্টার থেকে। আইএমডিবি

বড় তারকা ছাড়াই যে রেকর্ড গড়ল ‘পঞ্চায়েত’

‘হীরামন্ডি’, ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’, ‘বিগ বস’ থেকে ‘শোটাইম’ চলতি বছর অনেক তারকাবহুল ভারতীয় সিরিজ ও রিয়েলিটি শো মুক্তি পেয়েছে। কিন্তু সবাইকে টপকে শীর্ষ স্থান দখল করেছে অল্প বাজেটে নির্মিত একটি সিরিজ। ডিএনএ অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

সবাইকে টপকে চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত ৩’। আইএমডিবি
সবাইকে টপকে চলতি বছরের প্রথম সাত মাসে ভারতে সবচেয়ে বেশি দেখা সিরিজ হয়েছে অ্যামাজন প্রাইমের ‘পঞ্চায়েত ৩’। আইএমডিবি
বড় কোনো তারকা নেই, নেই অ্যাকশন বা রোমাঞ্চ, তারপরও দর্শকের মন জয় করে নিয়েছে সিরিজটি। আইএমডিবি
বড় কোনো তারকা নেই, নেই অ্যাকশন বা রোমাঞ্চ, তারপরও দর্শকের মন জয় করে নিয়েছে সিরিজটি। আইএমডিবি
ভারতীয় জরিপ প্রতিষ্ঠান ওরম্যাক্স মিডিয়া জানিয়েছে, মুক্তির পর ২৮ দশমিক ২ মিলিয়ন ভিউ হয়েছে ‘পঞ্চায়েত ৩’-এর। আইএমডিবি
তালিকায় দ্বিতীয় স্থানে আছে নেটফ্লিক্সের ‘হীরামন্ডি’, সিরিজটি দেখা হয়েছে ২০ দশমিক ৩ মিলিয়নবার। আইএমডিবি
তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ও ‘বিগ বস ওটিটি ৩’। এই শো দুটি দেখা হয়েছে যথাক্রমে ১৯ দশমিক ৫ মিলিয়ন ও ১৭ দশমিক ৮ মিলিয়নবার। জিও সিনেমা