আরও বড় পরিসরে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড

তৃতীয়বারের মতো শুরু হচ্ছে ‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড–২০২২’–এর কার্যক্রম। আইসিটি ডিভিশন প্রেজেন্টস এই অ্যাওয়ার্ড কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানাতে আজ মঙ্গলবার চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, জুরিবোর্ডের বিচার ও দর্শকদের অনলাইন ভোটের মাধ্যমে এবার মোট ২১ বিভাগে পুরস্কার প্রদান করা হবে।

‘চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড’ এর সংবাদ সম্মেলন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ
ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

গেল দুবারের মতো এবারও পুরস্কার প্রদানের পাশাপাশি পুরো অনুষ্ঠানে থাকবে নানা ধরনের বিনোদনমূলক পরিবেশনা। তবে এবারের আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজনের প্রকল্প পরিচালক ইফতেখার মুনিম।

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ডের গত আসরে চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি, অভিনেত্রী তমা মির্জা, নির্মাতা মিজানুর রহমান আরিয়ান ও রায়হান রাফি

দুই বছর ধরে ডিজিটাল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে কেন্দ্র করে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি শুরু করে চ্যানেল আই। প্রথম দুটি আয়োজন অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে। সেই সঙ্গে এবার বাড়তি পাওনা হিসেবে অনুষ্ঠানটিতে যুক্ত হচ্ছে চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম ‘আই স্ক্রিন’–এর নানান কনটেন্ট।

চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড–২০২২ উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ এবং মঞ্চ ও টেলিভিশন অভিনয়শিল্পী আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে অনুষ্ঠান সম্পর্কে শাইখ সিরাজ বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, ‘আমরা যখন এই আয়োজন শুরু করি, তখন ভাবিনি এতটা সাড়া ফেলবে। এবারের আয়োজনে আমরা ২০২২ সালে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রচারিত নাটক, টেলিছবি, চলচ্চিত্র, সংগীতসহ অন্যান্য বিভাগে প্রচারিত কনটেন্টকে গুরুত্ব দেব। বিচারকদের রায়ে নির্বাচিত সেরা কনটেন্টকে পুরস্কার প্রদান করা হবে।’

শাইখ সিরাজ জানান, যাঁরা ২০২২ সালের ওটিটির কনটেন্টগুলো চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড–২০২২–এর জন্য ভাবছেন, তাঁরা যেন নির্দিষ্ট ঠিকানায় আগামী‍ জুনের মধ্যে জমা দেন। এরপর জুরিবোর্ডের মাধ্যমে সেরা ওটিটি কনটেন্ট নির্বাচন করা হবে। মূল অনুষ্ঠানটি হবে ১ সেপ্টেম্বর।