কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
‘ইন্টার্নশিপ’–এর পোস্টার
ছবি : চরকির সৌজন্য

ইন্টার্নশিপ
ধরন: ওয়েব সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
পড়ালেখার শেষে আসে ইন্টার্নশিপ অধ্যায়। চোখে স্বপ্ন, আনন্দ, উত্তেজনা আর আশা নিয়ে শিক্ষার্থীরা শুরু করেন নতুন জীবন। সেই জীবনের গল্প নিয়েই ‘ইন্টার্নশিপ’। অলটাইম নিবেদিত এই সিরিজ গত বৃহস্পতিবার রাত আটটায় চরকিতে মুক্তি পেয়েছে। রেজাউর রহমানের এই সিরিজটিতে অভিনয় করেছেন সৌম্য জ্যোতি, মীর রাব্বী, শম্পা রেজা, তাসলিমা হোসেন নদী, প্রিয়ন্তী উর্বী, সারা আলম, সাদিয়া আয়মান, মাখনুন সুলতানা মাহিমা, সাইফ ইমাম, মোরশেদ মিশু, অর্পণ চাকমা প্রমুখ।

‘কল মি ছিহিরো’র পোস্টার

কল মি ছিহিরো
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
ছিহিরো একজন যৌনকর্মী। একসময় সে ঠিক করে পেশা বদল করবে। একটা দোকানে কাজ নেয় সে। ধীরে প্রকাশ্যে আসে তার একাকিত্ব, পরিবারের সঙ্গে ঝামেলাসহ অনেক কিছু। রিকিয়া ইমাইজুমি পরিচালিত ড্রামা ঘরানার জাপানি সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে অভিনয় করেছেন কাসুমি আরিমুরা, লিলি ফ্যাঙ্কি প্রমুখ।

বিজয় ও রাশমিকা অভিনীত তামিল সিনেমা ‘বারিসু’

বারিসু
ধরন: চলচ্চিত্র
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
চলতি বছর যেসব ছবি ১০০ কোটি রুপির বেশি ব্যবসা করেছে, তার একটি ‘বারিসু’। গত ১১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর তামিল অ্যাকশন ড্রামা ছবিটি এ পর্যন্ত ৩০০ কোটি রুপির ব্যবসা করেছে। ২৩ ফেব্রুয়ারি ওটিটিতে মুক্তি পেয়েছে ছবিটি। ‘বারিসু’র প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিজয়। এ ছাড়া আছেন রাশমিকা মান্দানা, আর শরতকুমার, প্রকাশ রাজ।

‘রাবিনা অ্যান্ড অলিভিয়া’র পোস্টার

রাবিনা অ্যান্ড অলিভিয়া
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ২৪ ফেব্রুয়ারি
২৫ বছর বয়সী এক মুসলমান নারী অবৈধভাবে কানাডায় প্রবেশের পর শরণার্থী হিসেবে স্বীকৃতি পাওয়ার চেষ্টা করে। অন্যদিকে অলিভিয়ার বয়স ৯ বছর। ক্যানসারে মাকে হারানোর পর বাবাই তাকে দেখভাল করে। দুই নারীর গল্প কোথায় এসে মিলে যায়। ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় পরিচালক ইউসুফ শেখ প্রযোজিত সিনেমাটির পরিচালক শাদাব খান। অভিনয় করেছেন শিবা চাড্ডা, নায়াব খান।

তথ্যচিত্র ‘মিশিগান হেল হাউস’–এর পোস্টার

মিশিগান হেল হাউস
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: ডিসকভারি+
দিনক্ষণ: ২৪ ফেব্রুয়ারি
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ছোট শহর মেরিল। ১৯৭৪ সালে এখানকার এক বাড়িতে ঘটে যাওয়া অতিপ্রাকৃতিক ঘটনার সাক্ষী হওয়ার দাবি করেন বাসিন্দারা। কয়েক দশক পর সত্য অনুসন্ধানে বাড়িটিতে হাজির হন অতিপ্রাকৃতিক ঘটনার এক তদন্তকারী।

‘প্রে ফর দ্য ডেভিল’–এর পোস্টার

প্রে ফর দ্য ডেভিল

ধরন: সিনেমা

স্ট্রিমিং: লায়নসগেট প্লে

দিনক্ষণ: চলমান

ড্যানিয়েল স্ট্যাম পরিচালিত এই সুপারন্যাচারাল হরর ছবিটি গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পায়। গতকাল ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ছবিটি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যাকুলিন বাইয়ার্স, কলিন স্যালমন, লিসা প্যালফ্রে, নিকোলাস রালফ প্রমুখ।