শ্যামল মাওলা, সেরা সময়টা পার করছেন ওটিটিতেই

স্ট্রিমিং প্ল্যাটফর্মের সিরিজ কিংবা সিনেমা—সবখানে পাওয়া যায় শ্যামল মাওলাকে। সদরঘাটের টাইগার, মানি হানি, মাইনকার চিপায় থেকে মহানগর সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন তিনি। ছোট পর্দা ছাপিয়ে নিজেকে ওটিটির নিয়মিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

শ্যামল মাওলা
ছবি : সংগৃহীত

তিন বছর পর আবার টাইগার চরিত্রে দর্শকের সামনে আসছেন শ্যামল মাওলা। ২৫ মে স্ট্রিমিং প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাচ্ছে সদরঘাটের টাইগার-এর দ্বিতীয় মৌসুম। সুমন আনোয়ার পরিচালিত সিরিজের প্রথম মৌসুম মুক্তি পায় ২০২০ সালের ২৭ মে। সিরিজটি মুক্তির পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের ঝড় ওঠে। অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক আলোচনার পর সদরঘাটের টাইগার সরিয়ে নিয়েছিল বিঞ্জ।

এবার সিরিজের দ্বিতীয় মৌসুম নিয়ে আসছেন সুমন আনোয়ার। প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও থাকছেন শ্যামল মাওলা। তিনি গতকাল মঙ্গলবার প্রথম আলোকে মুঠোফোনে জানান, এবারের মৌসুমে মানবতার গল্প উঠে আসছে। গত বছরের অক্টোবরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মধ্যে গাজীপুর, পুবাইলে দৃশ্যধারণে অংশ নিয়েছেন তিনি।

‘ক্যাফে’ ডিজায়ার'-এ শ্যামল মাওলা

দৃশ্যধারণের অভিজ্ঞতা নিয়ে শ্যামল মাওলা বললেন, ‘ভয়ংকর অভিজ্ঞতা ছিল। সিত্রাংয়ের দিন জোঁকের কামড় খেয়ে শুটিং করেছিলাম। শীতের মধ্যে রাতভর কাজ করতে হয়েছিল।’
ওটিটিতে নিজেকে মেলে ধরলেন

একসময় মঞ্চে কাজ করতেন। ২০০৬ সালে টিভি নাটকে অভিষেক হয় শ্যামল মাওলার। ছোট পর্দায় এক যুগের ক্যারিয়ারে নিজেকে খুঁজে ফিরেছেন তিনি। বিশ্লেষকেরা বলছেন, ছোট পর্দায় তাঁকে কয়েকটি আলোচিত নাটকে দেখা গেলেও তিনি ক্যারিয়ারের সেরা সময়টা পার করছেন ওটিটিতে। ওটিটিতে মাত্র পাঁচ বছরের ক্যারিয়ারে নিজেকে অপরিহার্য করে তুলেছেন।

শ্যামল মাওলা

২০১৮ সালের এপ্রিলে নির্মাতা সৈয়দ আহমেদ শাওকির ক্যাশ নামে একটি থ্রিলার ড্রামা দিয়ে ওটিটিতে নাম লেখান শ্যামল মাওলা। শাওকি গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘শ্যামল মাওলার মধ্যে শেখার ক্ষুধাটা রয়েছে। এই কারণেই তিনি অনেকের চেয়ে এগিয়ে আছেন। আমি অভিনয়ের অনেক কিছু তাঁর কাছ থেকে শিখেছি।’

ক্যাশ মুক্তির পরপরই তাঁকে নিয়ে মানি হানি সিরিজ নির্মাণ করেছেন তানিম নূর ও কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। সিরিজটি মুক্তির পরপরই আলোচনায় আসেন শ্যামল মাওলা, সিরিজটি তাঁর ওটিটির ক্যারিয়ারে বাঁকবদল করেছে।

বিশ্লেষকেরা বলছেন, ওটিটিতে নিজেকে ভেঙেচুরে উপস্থাপন করছেন শ্যামল মাওলা। তবে টিভিতে এ ধরনের চরিত্রে সুযোগ পাননি বললেই চলে। শাওকি বলছেন, শ্যামল মাওলা টিভি নাটকে যে ধরনের চরিত্র করতে চাচ্ছিলেন, হয়তো সেই ধরনের চরিত্র তিনি পাননি। রিয়েলিস্টিক অভিনয়টা হয়তো তিনি করতে চাচ্ছিলেন। সেখানে হয়তো তাঁর ট্যালেন্ট চোখে পড়েনি।

শাওকির ভাষ্যে, শ্যামল মাওলাকে টিভিতে দেখেই ওটিটির কাজে চূড়ান্ত করেছেন তিনি। টিভি নাটকের পাশাপাশি মঞ্চনাটকের অভিজ্ঞতা কাজে লাগিয়েছেন। হইচইয়ের আলোচিত সিরিজ মহানগর-এ আফনান চৌধুরী চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। এবার ঈদে মহানগর সিরিজের দ্বিতীয় মৌসুম মুক্তির পর প্রশংসায় ভাসছেন তিনি। শাওকি বলেন, ‘মহানগর-এ নতুন শ্যামল মাওলাকে আবিষ্কার করেছি।’

বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মের পথচলা খুব বেশি দিনের নয়। ওটিটি মাধ্যমকে কীভাবে দেখেন, এমন প্রশ্নের উত্তরে শ্যামল মাওলা বললেন, ‘অবশ্যই ভালো লাগছে। আমরা মাত্র শুরু করলাম। অনেক পথ পাড়ি দেওয়া বাকি। আরও পথ পাড়ি দিতে হবে।’ কোনো সিরিজ নির্বাচনে কোন বিষয়টি বিবেচনায় রাখেন? শ্যামল মাওলা বলছেন, ‘পরিচালক, গল্প ও চরিত্র—তিনটি জিনিস অবশ্যই মাথায় রাখতে হয়। আবার টাকটাও মাথায় রাখতে হয়।’

২০২১ সালে তৌকীর আহমেদের স্ফুলিঙ্গ সিনেমায় দেখা গেছে শ্যামল মাওলাকে। সামনে বড় পর্দায় দেখা যাবে কি না, তা নিয়ে জানালেন, সিনেমা নিয়ে মাঝেমধ্যেই কথা হয়। ব্যাটে-বলে মিলে গেল অবশ্যই করবেন।