‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টেলম্যানলি ওয়ারফেয়ার’-এর দৃশ্য। ছবি: আইএমডিবি
‘দ্য মিনিস্ট্রি অব আনজেন্টেলম্যানলি ওয়ারফেয়ার’-এর দৃশ্য। ছবি: আইএমডিবি

ওটিটি: কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

টোকিও সুইন্ডলার্স
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
একদল প্রতারক রিয়েল স্টেট ব্যবসার মাধ্যমে ১০ বিলিয়ন ইয়েন হাতানোর পরিকল্পনা করে।

সিরিজের পোস্টার। আইএমডিবি

তাদের পরিচালনা কি সফল হবে? এমন গল্প নিয়ে জাপানি এই ক্রাইম-ড্রামা ঘরানার সিরিজ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন গো আয়ানো, এস্তুশি টোয়োকাওয়া প্রমুখ।

খতরোঁ কি খিলাড়ি ১৪
ধরন: রিয়েলিটি শো
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: ২৭ জুলাই
আজ শুরু হচ্ছে আলোচিত এই রিয়েলিটি শোর ১৪তম মৌসুম। এবারও অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন হিন্দি সিনেমার আলোচিত নির্মাতা রোহিত শেঠি। এবার এতে দেখা যাবে অদিতি শর্মা, করণ বীর মেহরা, কৃষ্ণা শ্রফ, শিল্পা শিন্ডে প্রমুখকে।

ভাইয়াজি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: চলমান
ছোট ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়ে মরিয়া এক বড় ভাইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। গত মে মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় অ্যাকশন-থ্রিলার সিনেমাটি।

‘ভাইয়াজি’র পোস্টারে মনোজ বাজপেয়ী। আইএমডিবি

এবার এসেছে ওটিটিতে। এতে প্রধান চরিত্রে দেখা গেছে মনোজ বাজপেয়ীকে। এটি অভিনেতার ১০০তম চলচ্চিত্র। সিনেমাটি পরিচালনা করেছেন অপূর্ব সিং কারকি।

টাইম ব্যান্ডিটস
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
মুক্তির পর থেকে প্রশংসিত হচ্ছে ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার ঘরানার সিরিজটি। ১৯৮১ সালে মুক্তি পাওয়া একই নামের সিনেমা থেকে তৈরি হয়েছে ১০ পর্বের সিরিজটি। তাইকা ওয়াইতিতি পরিচালিত এই সিরিজে অভিনয় করেছেন লিসা কুড্রো, কাল-এল টাক, কিয়ারা থম্পসন প্রমুখ।

‘টাইম ব্যান্ডিটস’-এর দৃশ্য। ছবি: আইএমডিবি