ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’–এ মেহজাবীন চৌধুরী। ছবি: চরকির সৌজন্যে
ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’–এ মেহজাবীন চৌধুরী। ছবি: চরকির সৌজন্যে

এল ‘ফরগেট মি নট’–এর ট্রেলার

রবিউল আলম রবি পরিচালিত ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’–এর ট্রেলার মুক্তি পেয়েছে। গতকাল সোমবার রাতে চরকির ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সিনেমাটির ট্রেলার উন্মুক্ত করা হয়।

১ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে দেখা গেছে মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান অভিনীত চরিত্রের কিছু ঝলক।

‘ফরগেট মি নট’–এর দৃশ্য। চরকি
 ‘ফরগেট মি নট’–এর দৃশ্য। চরকি

চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের চতুর্থটি আগামী বৃহস্পতিবার মুক্তি পাবে। ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অন্য ওয়েব ফিল্মগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’।

‘ফরগেট মি নট’-এ অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। আছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে।

২৯ আগস্ট রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হয় এর মুক্তির তারিখ।

পোস্টারে একে অপরের দিকে তাকিয়ে আছেন ইয়াশ রোহান ও মেহজাবীন। ইয়াশের দিকে সবুজ প্রান্তর, অন্যদিকে আধুনিকতার হাতছানি মেহজাবীনের দিকে, যার ক্যাপশনে লেখা, ‘হঠাৎ করে নাই হয়ে যাওয়া ছেলেটার ভেতর কী চলছিল?’

‘ফরগেট মি নট’-এ অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। আছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে। চরকি

আসলে কী হতে যাচ্ছে, সেটি জানতে অপেক্ষা করতে হবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত।