প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
আনহেল দি মারিয়া: ব্রেকিং ডাউন দ্য ওয়াল
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
চলতি বছর কোপা আমেরিকা জিতে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল দি মারিয়া।
এ তথ্যচিত্রে উঠে এসেছে মারিয়ার খেলোয়াড়ি থেকে ব্যক্তিজীবনের গল্প। তিনি কথা বলেছেন লিওনেল মেসি থেকে শুরু করে তাঁর সময়ের তারকা খেলোয়াড়দের প্রসঙ্গে।
বার্লিন
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: চলমান
বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর প্রশংসিত হয়েছিল অতুল সাভারওয়ালের সিনেমাটি, এবার মুক্তি পেল ওটিটিতে। স্পাই থ্রিলার ঘরানার সিনেমাটিতে অভিনয় করেছেন রাহুল বোস, অপারশক্তি খুরানা, ঈশ্বক সিং।
সিনেমার গল্প দিল্লির এক মূক ও বধির তরুণকে নিয়ে, যাকে ভিনদেশি গুপ্তচর হিসেবে অভিযুক্ত করা হয়। ধীরে ধীরে উন্মোচিত হয় রহস্য।
সিউল বাস্টার্স
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
কোরীয় এই ক্রাইম কমেডি সিরিজে অভিনয় করেছেন কিম ডং-উক, পার্ক জি-হাওয়ান, সেও হেউন-উ, পার্ক সে-ওয়ান। এটি পরিচালনা করেছেন আন জং-ইওন ও শিন জং-হুন। ছোটখাটো এক অপরাধীর দল দেশের শীর্ষ ক্রাইম স্কোয়াড হতে চায়। এই চাওয়া পূরণ করতে গিয়ে ঘটে নানা মজার ঘটনা। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে সিরিজ।
থালাভান
ধরন: সিনেমা
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: চলমান
মালয়ালম ক্রাইম থ্রিলার সিনেমাটি গত ২৪ মে প্রেক্ষাগৃহে মুক্তির পর প্রশংসিত হয়, পায় ব্যবসায়িক সাফল্য।
কেরালার এক স্থানীয় পুলিশ স্টেশনের ঘটনা নিয়ে সিনেমাটি বানিয়েছেন জিস জয়। এতে অভিনয় করেছেন বিজু মেনন, আসিফ আলী, অনুশ্রী প্রমুখ।
লেট নাইট উইথ দ্য ডেভিল
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: চলমান
১৯৭৭ সালে সরাসরি সম্প্রচারিত একটি টিভি অনুষ্ঠান চলার সময় অদ্ভুত কিছু ঘটনা ঘটে, তোলপাড় পড়ে যায় পুরো দেশে। এমন গল্প নিয়ে অতিপ্রাকৃত হরর সিনেমাটি নির্মাণ করেছেন কলিন ও ক্যামেরন ক্রেয়ার্নস। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ডেভিড ডাস্টমালচেইন, লরা গর্ডন প্রমুখ।