এবার সম্পূর্ণ ভিন্ন রূপে আসছেন বাঁধন
এবার সম্পূর্ণ ভিন্ন রূপে আসছেন বাঁধন

এশা খুনের রহস্যভেদ করতে পারবে বাঁধন?

একের পর এক চমক দিয়েই চলেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা মরিয়ম নূর’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ সিরিজ দিয়ে শিল্পী হিসেবে যেন নবজন্ম হয়েছিল বাঁধনের। ২০২১ সালে কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে মনোনয়ন পেয়েছিল ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবে প্রশংসিত হয় বাঁধনের অভিনয়। রাতারাতি তারকাখ্যাতি পেয়ে যান অভিনেত্রী। এই সিনেমার জন্য দেশ-বিদেশে তুমুল প্রশংসা, সম্মান এবং পুরস্কার সবকিছুই পেয়েছেন অভিনেত্রী।
‘রেহানা’র সফলতার পর বাঁধন অভিনয় করেন বলিউড নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’তে। সেখানেও প্রশংসিত হয়েছিল বাঁধনের অভিনয়। এরপর চরকির ‘গুটি’ সিরিজেও বাঁধনের অভিনয় দাগ কেটেছিল ভক্তদের মনে।

তবে এবার সম্পূর্ণ ভিন্ন রূপে আসছেন বাঁধন। করবেন খুনের রহস্যভেদ। চৌকস পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি বাঁধনের নতুন ছবির নাম ‘এশা মার্ডার: কর্মফল’।

আজমেরী হক বাঁধন

মঙ্গলবার সন্ধ্যায় প্রচারিত হলো সিনেমাটির টিজার। ছবির পরিচালনা করেছেন সানী সানোয়ার। এক মিনিটের টিজার শেয়ার করেন পরিচালক এবং অভিনেত্রী।

সানি সানোয়ার লিখেছেন, ‘বাঁধন কি পারবে এশা খুনের রহস্যভেদ করতে?’ এরই মধ্যে সিনেমাপ্রেমীদের মধ্যে ছড়িয়ে পড়েছে বাঁধনের নতুন সিনেমার টিজার। সেখানে দেখা গেছে, একই জেলায় খুন-ধর্ষণের শিকার হন অর্চনা গোপ, জেসমিন টিউলিপ এবং এশা জান্নাত নামের তিনজন মেয়ে। যার তদন্তের দায়িত্ব পড়ে পুলিশ অফিসার লিনার ওপর।

টিজারের শেষে সিনেমাটি মুক্তির দিনও জানানো হয়। ‘এশা মার্ডার: কর্মফল’ আসতে চলেছে ঈদুল আজহায়। তবে সিনেমা মুক্তির আগেই পুলিশ অফিসার চরিত্রে দুর্দান্ত অভিনয়ের ঝলক দেখেই বাঁধনকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত-সহকর্মীরা।