কানাডার তামিল পরিবারে জন্ম। দূর দেশে থাকলেও তামিল সিনেমার খবর ঠিকই রাখতেন। বড় হয়েছেন দক্ষিণ ভারতে সিনেমা দেখে। তামিল অভিনেত্রী নয়নতারার পাড়ভক্ত। বড় হয়ে নিজেও নাম লিখেছেন অভিনয়ে। শুধু নাম লিখিয়েছেন বললে ভুল হবে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নেভার হ্যাভ আই এভার’-এর কল্যাণে মৈত্রী রামাকৃষ্ণান নিজেই এখন বিশ্বজুড়ে পরিচিত। অথচ এই বছর তিনেক আগেও তাঁকে চিনত না কেউ।
২০২০ সালে নেটফ্লিক্সের কামিং অব এজ কমেডি-ড্রামা সিরিজটিতে ভারতীয়-আমেরিকান স্কুলছাত্রী দেবীর চরিত্রে অভিনয় করা রাতারাতি পরিচিতি পান। ১২ আগস্ট মুক্তি পেয়েছে সিরিজটির তৃতীয় কিস্তি। প্রথম দুই সিজনের মতো তৃতীয়টিও সাড়া ফেলেছে। মুক্তির পর থেকে গত কয়েক দিনে ৫৫ মিলিয়ন ঘণ্টা দেখা হয়েছে সিরিজটি।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে নেভার হ্যাভ আই এভার, নয়নতারাসহ নানা প্রসঙ্গে কথা বলেছেন মৈত্রী। তিনি বলেন, ছবিতে দেবী চরিত্রের ধারা বর্ণনাকারী হিসেবে প্রিয় অভিনেত্রী নয়নতারাকেই চান তিনি। ‘আমি জানি না এটা হবে কি না। তবে ধারা বর্ণনার জন্য যদি নারী কণ্ঠ চাওয়া হয়, আমি পক্ষপাতিত্ব করব, তাঁকেই (নয়নতারা) বেছে নেব। ছোটবেলা থেকেই তাঁকে পছন্দ করি। আমার শৈশব বলতে তিনিই ছিলেন।’
সাক্ষাৎকারে সিরিজে নিজের করা দেবী চরিত্রটি নিয়ে কথা বলেন অভিনেত্রী। জানান, সিরিজটি করতে করতে দেবীর মতো তিনিও পরিণত হয়েছে। মৈত্রী বলেন, ‘সতেরো বছর বয়সে সিরিজটি শুরু করে এখন আমি বিশে পা দিয়েছি। এই তিন বছর আমার জীবনের সবচেয়ে ঘটনাবহুল সময়। দেবীর মতো আমিও পরিণত হয়েছি। নিশ্চয়ই জীবনের অনেক কিছু বদলেছে, সিরিজ শুরুর আমি আর এখনকার আমির মধ্যে অনেক ফারাক।’
দেবী চরিত্র করে প্রশংসায় ভাসলেও ভক্তদের জন্য একটা দুঃসংবাদও দিয়েছেন মৈত্রী। জানিয়েছেন আগামী বছর চতুর্থ সিজন দিয়েই শেষ হবে নেভার হ্যাভ আই এভার।