২০২০ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় কোরিয়ান অ্যাপোক্যালিপ্টিক হরর সিরিজ ‘সুইট হোম’। মুক্তির পর ঝড়ের গতিতে সিরিজটির ভিউ বাড়তে থাকে। এ পর্যন্ত ২০০ কোটির বেশি দর্শক দেখেছেন সিরিজটি। সিরিজটির যে সিকুয়েল আসবে, সে আর আশ্চর্য কী। নেটফ্লিক্স আগেই জানিয়েছে, একসঙ্গে দুই কিস্তির কাজ চলছে। এবার জানা গেল, ‘সুইট হোম ২’-তে দেখা যাবে জনপ্রিয় কোরিয়ান গায়িকা বিবিকে। ৫ সেপ্টেম্বর বিবির অভিনয়ের কথা নিশ্চিত করেছে নেটফ্লিক্স।
২৩ বছর বয়সী গায়িকার এটি ড্রামা সিরিজে প্রথম অভিনয়। তবে ‘সুইট হোম ২’-তে অভিনয়ের খবর জানা গেলেও ছবিটিতে তাঁর চরিত্রটি সম্পর্কে জানানো হয়নি। তিনি ছাড়া দ্বিতীয় সিজনে দেখা যাবে ইয়ো ওহ সাং, ওহ জুন সে, কিম মু ইওল, জুং জিনইয়ংকে।
বিবির আসল নাম কিম হেউং-সেও। সাউন্ডক্লাউন্ডে নিজের প্রযোজিত গান দিয়ে আলোচনায় আসেন বিবি। ২০১৭ সালে তাঁর সঙ্গে চুক্তি করে ফিল গুড মিউজিক। এরপর কোরিয়ান চ্যানেল এসবিএসের প্রতিযোগিতা ‘দ্য ফ্যান’-এ অংশ নিয়ে দ্বিতীয় হন। ২০১৯ সালে মুক্তি পায় তাঁর প্রথম সিঙ্গেল ‘বিনু’। এরপর আরও বেশ কয়েকটি সিঙ্গেল প্রকাশ করেছেন। আর অ্যান্ড বি, হিপ থেকে ব্যালাড—বিবির গানে বিভিন্ন ঘরানার ছোঁয়া পাওয়া যায়।
ড্রামা সিরিজে প্রথম হলেও অভিনয় বিবির কাছে নতুন নয়। এর আগে চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০২০ সালের ‘হুইসপারিং করিডরস ৬: দ্য হান্টিং’-এ দেখা গেছে তাঁকে। এ ছাড়া ‘গার্লস হাইস্কুল মিস্ট্রি ক্লাস’ দিয়েও ব্যাপক জনপ্রিয়তা পান।