অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরীমনি
অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরীমনি

মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে...

বরিশাল শহরে প্রদীপ ও সুপ্তির সুখের সংসার। নতুন জীবন শুরু হওয়ার আগেই মিথ্যা অভিযোগে সবকিছু এলোমেলো হতে থাকে। প্রদীপের জীবনের অতীত তেড়ে নিয়ে বেড়ায় তাঁদের। গর্ভবতী সুপ্তিও ছুটতে থাকেন তাঁর প্রাণপ্রিয় স্বামীর সঙ্গে। এমনই এক প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘রঙিলা কিতাব’। রক্তেরাঙা সেই প্রেমের কিসসা আসছে আগামী ৮ নভেম্বর হইচই-তে।
অনম বিশ্বাসের পরিচালনায় প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর ইমরান ও পরীমনি। কিঙ্কর আহসানের উপন্যাস রঙিলা কিতাবের ছায়া অবলম্বনে সিরিজটি নির্মিত হয়েছে।

‘রঙিলা কিতাব’ এর দৃশ্য

এ সিরিজের ট্রেলার প্রকাশ্যে এল আজ মঙ্গলবার সন্ধ্যায়। জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে মুক্তি দেওয়া হয় এই সিরিজের প্রথম ঝলকও।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাস, অভিনেত্রী পরীমনিসহ সিরিজের অন্য অভিনয়শিল্পী ও কলাকুশলীরা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক অনম বিশ্বাস, অভিনেত্রী পরীমনিসহ সিরিজের অন্য অভিনয়শিল্পী ও কলাকুশলীরা। শুটিং ব্যস্ততার কারণে অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত না থাকতে পারলেও তিনি ট্রেলার দেখে বেশ আনন্দিত। ফোনে তিনি জানান, এই সিরিজে সবার প্রচেষ্টা ছিল এক বিশেষ বার্তা তুলে ধরার। তিনিও আশা করছেন, দর্শকেরা এই গল্পের সঙ্গে যুক্ত হতে পারবেন।

অনুষ্ঠানে অভিনেত্রী পরীমনি

অনুষ্ঠানে আয়োজকেরা জানান, টান টান উত্তেজনার মধ্যে দুর্দান্ত এক প্রেমের গল্প বলা হয়েছে সিরিজজুড়ে। পরিচালক অনম বিশ্বাস বেশ আশাবাদী তাঁর নির্মিত নতুন এই সিরিজ নিয়ে। তিনি বলেন, ‘আশা করছি, ট্রেলারটি দর্শক পছন্দ করবে। সিরিজের প্রতিটা পর্বই দর্শককে স্ক্রিনে ধরে রাখার মতো করে নির্মাণ করা হয়েছে। অভিনয়শিল্পী থেকে শুরু করে প্রত্যেক কলাকুশলীসহ আমরা পুরো টিম সর্বোচ্চ দিয়ে কাজটা করেছি।’

‘রঙিলা কিতাব’ সিরিজে প্রদীপ ও সুপ্তির চরিত্রে অভিনয় করেছেন মোস্তাফিজ নুর

পরীমনি শুরু থেকেই তাঁর এই কাজ নিয়ে বেশ রোমাঞ্চিত। তিনি বলেন, ‘“রঙিলা কিতাব” আমার প্রথম ওয়েব সিরিজ, যে কারণে শুরু থেকেই কাজটা নিয়ে আমি দারুণ এক্সসাইটেড ছিলাম। এমন একটা চরিত্রে কাজ করতে পেরে আমার সত্যিই খুব ভালো লেগেছে। এই গল্পের একদিকে আছে ভালোবাসা, অন্যদিকে বিপদের মাঝে বেঁচে থাকার লড়াই। আশা করছি, দর্শক আমাদের কাজটা পছন্দ করবে, ভালোবাসবে। আজ ট্রেলার মুক্তি পেল, এখন ফিডব্যাকের জন্য অপেক্ষা। ৮ নভেম্বর হইচইতে স্ট্রিম করবে আমাদের সিরিজটি।’
‘রঙিলা কিতাব’ ৮ নভেম্বর আসছে হইচইয়ে।

অনুষ্ঠানে অনম বিশ্বাস