কী ঘটেছিল গায়িকার জীবনে

‘কলা’ ছবিতে তৃপ্তি দিমরি ও বাবিল খান
ছবি : আইএমডিবি থেকে নেওয়া

আপনি কি সংগীত পছন্দ করেন—এই প্রশ্ন দিয়ে শুরু ট্রেলার। যাঁকে প্রশ্নটি করা হলো তাঁর উত্তর, ‘না, ঘৃণা করি।’ এরপরেই ফ্লাশব্যাক। যেখানে দেখা গেল উত্তরদাতা ছিলেন প্রখ্যাত গায়িকা। তবে তিনি এখন সংগীত ঘৃণা করেন কেন? এমন প্রশ্নই উসকে দিয়েছে নেটফ্লিক্সের নতুন সিনেমা ‘কলা’র ট্রেলার।

ট্রেলারে গায়িকার ভূমিকায় দেখা গেছে তৃপ্তি দিমরিকে

ট্রেলারে গায়িকার ভূমিকায় দেখা গেছে তৃপ্তি দিমরিকে। ট্রেলার দেখে মনে হচ্ছে তাঁর জীবনে বিশেষ একজন হাজির হওয়ার পরই গায়িকার জীবন ওলটপালট হয়ে গেছে। সেই বিশেষ চরিত্রে অভিনয় করেছেন প্রয়াত অভিনেতা ইরফান খানের পুত্র বাবিল খান। এই সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে তাঁর।

তৃপ্তি দিমরি ও স্বস্তিকা মুখোপাধ্যায়

১৯৪০–এর দশকে কলকাতার এক তরুণী গায়িকাকে নিয়ে ‘কলা’ ছবির কাহিনি। তৃপ্তি দিমরির মায়ের চরিত্রে আছেন টলিউড অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। রহস্য-রোমাঞ্চে ভরপুর এই ছবির কাহিনি। এর পাশাপাশি মা-মেয়ের সম্পর্কের কথা ‘কলা’ ছবিতে তুলে ধরা হয়েছে। এই ছবির অন্যতম বড় আকর্ষণ সংগীত। ছবিতে চল্লিশের দশকের সংগীতের ধারা শোনা যাবে।

‘কলা’য় স্বস্তিকা মুখোপাধ্যায়

অমিত ত্রিবেদী ছবির সংগীত পরিচালনা করেছেন। ছবিতে বাবিল, তৃপ্তি দিমরি, স্বস্তিকা ছাড়াও আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অমিত সিয়ালসহ আরও অনেকে। আগামী ১ ডিসেম্বর ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। সেদিন জানা যাবে, গায়িকার জীবনে আসলে কী ঘটেছিল।

টিম ‘কলা’

গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে অনভিতা দত্ত পরিচালিত ‘কলা’র ট্রেলার মুক্তি পেয়েছে। ছবির ট্রেলার মুক্তির পর সংবাদ সম্মেলনে উঠে আসে ইরফান খানের প্রসঙ্গ। বাবার নামের ওজন কোথাও বাবিলের ওপর চাপ সৃষ্টি করছে, জবাবে এই তারকা পুত্র বলেন, ‘নিশ্চয় অনেক বড় প্রেশার। সত্যি বলতে দুই বছর আগে এই ছবির যখন শুটিং শুরু করেছিলাম, তখন আমার ওপর অনেক বেশি চাপ ছিল। তবে এখন ভয় করে না। এই চাপ আমাকে কাজের প্রতি আরও অনুপ্রাণিত করে। আমার কাছে চাপের সংজ্ঞা এখন বদলে গেছে।’

এই সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক হচ্ছে ইরফান খানের পুত্র বাবিল খানের

বাবার কোন গুণগুলো নিয়ে বাবিল চলতে চান, এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবার যা যা গুণ ছিল, তিনি সবকিছু নিয়ে চলে গেছেন। আমি আমার গুণগুলো উন্মোচন করতে চাই।’
বাবিল সবে ফিল্মি ক্যারিয়ার শুরু করতে চলেছেন। আগামী দিনে কর্মজীবন নিয়ে তাঁর পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা ভাবি যে আমাদের ভ্রমণ আমাদের নিয়ন্ত্রণে, কিন্তু আসলে তা নয়। জীবন যেদিকে নিয়ে যাবে, সেই পথে হাঁটতে থাকব। আমি জীবনে সবকিছু অন্বেষণ করতে চাই। সব ঘরানার ছবিতে অভিনয় করতে চাই। আর সব ধরনের চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই।’