ওটিটি: কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘বাওয়াল’ ছবিতে জাহ্নবী ও বরুণ। আইএমডিবি
‘বাওয়াল’ ছবিতে জাহ্নবী ও বরুণ। আইএমডিবি

বাওয়াল
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
নিতেশ তিওয়ারির রোমান্টিক ড্রামা ঘরানার ছবিটি সরাসরি মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে।

ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর। ছবির গল্প এক ইতিহাসের শিক্ষক ও তার স্ত্রীকে নিয়ে। সদ্য বিবাহিত এই দম্পতি মধুচন্দ্রিমার জন্য বেছে নেন ইউরোপকে। অন্যতম উদ্দেশ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জানা। এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে।

দে ক্লোনড টাইরন
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান

‘দে ক্লোনড টাইরন’–এর পোস্টার। আইএমডিবি

সায়েন্স ফিকশন কমেডি ঘরানার সিনেমাটি দিয়েই পরিচালক হিসেবে অভিষেক হচ্ছে জুয়েল টেলরের। ১৪ জুলাই সীমিত পরিসরে মুক্তি পায় ছবিটি। এবার এসেছে ওটিটিতে। ছবির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন জন বোয়েগা ও জেমি ফক্স।

‘স্পেশাল অপস: লায়নেস’–এর দৃশ্য। আইএমডিবি

স্পেশাল অপস: লায়নেস
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: ২৩ জুলাই
মার্কিন মেরিন সেরা জোয়ি পরিবার ও কাজ ভালোমতোই সামলে নিচ্ছিলেন। হঠাৎ তাঁর ঘাড়ে দায়িত্ব পড়ে সিআইএয়ের নজরদারিতে থাকা এক সন্দেহভাজন সন্ত্রাসীর মেয়ের সঙ্গে বন্ধুত্ব পাতানোর। টেইলর শেরিডান পরিচালিত অ্যাকশন, থ্রিলার ছবিটিতে অভিনয় করেছেন জোয়ি সালদানা, নিকোল কিডম্যান।

জাস্টিফায়েড: সিটি প্রিমেভ্যাল
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান

‘জাস্টিফায়েড: সিটি প্রিমেভ্যাল’–এর পোস্টার। আইএমডিবি

নিও-ওয়েস্টার্ন ক্রাইম ড্রামা মিনি সিরিজটির গল্প এগিয়েছে ২০১০ সালের টিভি সিরিজ জাস্টিফায়েডের সূত্র ধরে। ডেভ অ্যানড্রোন ও মাইকেল ডিনারের মিনি সিরিজটিতে অভিনয় করেছেন টিমোথি ওলিফ্যান্ট, আনজুনিউ এলিস।

মাই ম্যাজিক ক্লোসেট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: চলমান
ড্রামা ঘরানার সিরিজটি মুক্তি পেয়েছে গত বৃহস্পতিবার। এর গল্প এগিয়েছে ১৭ বছর বয়সী ক্যারলকে ঘিরে। মায়ের মৃত্যুর পর বাবাও তাঁকে ছেড়ে চলে যায়। শুরু হয় ক্যারলের টিকে থাকার সংগ্রাম। ব্রাজিলে নির্মিত সিরিজটি তৈরি হয়েছে কোরীয় ও পর্তুগিজ ভাষায়।