প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহেও মুক্তি পেয়েছে নতুন সিনেমা–সিরিজ। কোলাজ
প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহেও মুক্তি পেয়েছে নতুন সিনেমা–সিরিজ। কোলাজ

ছুটিতে দেখতে পারেন এই ৭ সিনেমা-সিরিজ

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

‘আপরাইজিং’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১১ অক্টোবর
চলতি বছর এই সিনেমা দিয়েই শুরু হয়েছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই প্রথম স্ট্রিমিং সার্ভিসের কোনো সিনেমাকে বুসানে উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রিমিয়ারের পর ১১ অক্টোবর এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

‘আপরাইজিং’ সিনেমায় গাং ডং উন

পার্ক চ্যান-উক এই সিনেমার প্রযোজক ও সহচিত্রনাট্যকার। পরিচালক কিম সাং-মান। জোসেন রাজবংশ নিয়ে তৈরি সিনেমাটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন পার্ক জিউন মিন ও গাং ডং উন।

‘স্ত্রী ২’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

‘স্ত্রী ২’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
গত ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে অমর কৌশিকের হরর-কমেডি সিনেমাটি। এবার এসেছে ওটিটিতে। এটি একই নির্মাতার স্ত্রীর সিকুয়েল এবং প্রযোজক দিনেশ বিজনের হরর ইউনিভার্সের অংশ। রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর ছাড়াও এ ছবিতে আছেন পঙ্কজ ত্রিপাঠি, অপারশক্তি খুরানা, অভিষেক ব্যানার্জি।

‘লা ম্যাকুইনা’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: চলমান
এক বক্সারের গল্প। যাকে শুধু রিংয়ের চ্যালেঞ্জ নিয়ে ভাবলেই চলে না, সামলাতে হয় আন্ডারওয়ার্ল্ডের নানা বাধাও। এমন গল্প নিয়ে স্পোর্টস-ড্রামা ঘরানার সিরিজটি বানিয়েছেন ফারনান্ডো কোপেল ও মার্কো রামিরেজ।

‘লা ম্যাকুইনা’র দৃশ্য। ডিজনি প্লাস হটস্টারের সৌজন্যে

গতকাল মুক্তি পেয়েছে সিরিজটির প্রথম মৌসুম। এতে অভিনয় করেছেন গায়েল গার্সিয়া বার্নেল, দিয়াগো লুনা প্রমুখ।

‘টিকাপ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিও সিনেমা
দিনক্ষণ: চলমান
আট পর্বের হরর সিরিজটি তৈরি হয়েছে রবার্ট রিক ম্যাকাম্যানের উপন্যাসের প্রেরণায়। ইয়ান ম্যাককালাকের পরিচালনায় এতে অভিনয় করেছেন ইভোন স্ট্রোহস্কি, স্কট স্পিডম্যান প্রমুখ।

‘চক্র’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: আইস্ক্রিন
দিনক্ষণ: চলমান
১৭ বছর আগে ময়মনসিংহের একটি পরিবারের ৯ সদস্য ‘আত্মহত্যা’ করেছিলেন। আলোড়ন তোলা সেই ঘটনা থেকে প্রেরণা নিয়ে ২০ পর্বের ওয়েব সিরিজটি বানিয়েছেন ভিকি জাহেদ।

‘চক্র’–এর দৃশ্য। নির্মাতার সৌজন্যে

গতকাল মুক্তি পাওয়া সিরিজটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, তৌসিফ মাহবুব প্রমুখ।

‘ত্রিভুজ’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: দীপ্ত প্লে
দিনক্ষণ: চলমান
সমাজের তিন স্তরের তিন দম্পতিকে গিয়ে গড়ে উঠেছে আলোক হাসানের ওয়েব ফিল্মটির গল্প। এক দম্পতির একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে পুরো গল্প এগোবে, যার প্রভাব বাকি দুই দম্পতির জীবনেও পড়ে।

‘ত্রিভুজ’–এ মৌসুমী মৌ ও সোহেল মন্ডল। ফেসবুক থেকে

৮০ মিনিটের সিনেমাটিতে তিন দম্পতির চরিত্রে অভিনয় করেছেন শাহরিয়ার নাজিম জয়-আনিকা কবির শখ, ইমতিয়াজ বর্ষণ-ফারিন খান ও সোহেল মণ্ডল-মৌসুমী মৌ।

‘ডিসক্লেইমার’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ১১ অক্টোবর
এক প্রখ্যাত সাংবাদিকের গল্প। হঠাৎ নিজেকে যে উপন্যাসের গুরুত্বপূর্ণ একটি চরিত্র হিসেবে আবিষ্কার করে।

‘ডিসক্লেমার’–এ কেট ব্লাঞ্চেট। ছবি: অ্যাপল টিভি প্লাস

যেখানে তার এত দিন ধরে আড়াল করে রাখা সব তথ্য উঠে এসেছে। এমন গল্প নিয়ে আট পর্বের সাইকোলজিক্যাল মিনি সিরিজটি বানিয়েছেন আলফোনসো কুয়ারোন। অভিনয় করেছেন কেট ব্লানচেট, লেইলা জর্জ। ২০১৫ সালে প্রকাশিত রিনি নাইটের একই নামের উপন্যাস থেকে এটি নির্মিত হয়েছে।