‘কল্কি ২৮৯৮ এডি’র পোস্টার
‘কল্কি ২৮৯৮ এডি’র পোস্টার

মুক্তি পেল ‘কল্কি’, ওটিটিতে আর যা দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

অ্যাংরি ইয়ং ম্যান
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
১৯৭৩ সালের মে মাসে মুক্তি পেয়েছিল বলিউড কাঁপিয়ে দেওয়া ছবি ‘জঞ্জির’। এই ছবির সুবাদেই রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন অমিতাভ বচ্চন। হিন্দি ছবির দুনিয়ায় শুরু হয়েছিল ‘অ্যাংরি ইয়ং ম্যান’ নায়কের সূচনা। যে নায়ক অকারণে হাসে না, তথাকথিত রোমান্সে বিশ্বাসী নয়।

একরোখা, আত্মবিশ্বাসে ভরপুর সে নায়ক পারদর্শী দুর্ধর্ষ অ্যাকশনে। প্রকাশ মেহরা পরিচালিত এই সিনেমার চিত্রনাট্যকার ছিলেন সেলিম খান ও জাভেদ আখতার। কেবল এই ছবিই নয়, ২৪টি সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন লেখক জুটি সেলিম-জাভেদ; যার মধ্যে ২২টি সিনেমাই সুপারহিট।

‘অ্যাংরি ইয়ং ম্যান’–এ জাভেদ আখতার ও সেলিম খান। অ্যামাজন প্রাইম ভিডিও

এই লেখকদ্বয়ের ব্যক্তি ও পেশাদার জীবন নিয়েই তিন পর্বের এই তথ্যচিত্র। এটি নির্মাণ করেছেন নর্মতা রাও।

কল্কি ২৮৯৮ এডি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
গত ২৭ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পরই বক্স অফিসে ঝড় তোলে নাগ অশ্বিনের সায়েন্স ফিকশন ফ্যান্টাসি সিনেমাটি। গড়ে একের পর এক রেকর্ড। এখন পর্যন্ত এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে এই সিনেমা।

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি

এবার এসেছে ওটিটিতে। ছবির হিন্দি সংস্করণ মুক্তি পাবে নেটফ্লিক্সে, অন্য সংস্করণগুলো দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। আলোচিত এ ছবির প্রধান চরিত্রগুলোতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দীপিকা পাড়ুকোন, প্রভাস ও দিশা পাটানি।

পাচিনকো ২
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ২৩ আগস্ট
এ ড্রামা সিরিজটি তৈরি হয়েছে ২০১৭ সালে প্রকাশিত মিন জিন লির উপন্যাস অবলম্বনে। পরিচালনা করেছেন কোগোনাদা ও জাস্টিন চোন।

‘পাচিনকো’র দ্বিতীয় মৌসুমের দৃশ্য। ছবি: অ্যাপল টিভি প্লাস

২০২২ সালে প্রথম কিস্তি মুক্তির পর ব্যাপকভাবে প্রশংসিত হয় সিরিজটি। এবার আসছে দ্বিতীয় মৌসুম। ১৯১৫ থেকে ১৯৮৯ পর্যন্ত একটি কোরীয় পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। এতে অভিনয় করেছেন ইয়ুন ইয়ুহ-জুং, সোজি আরাই, জিন হা প্রমুখ।

ইন দ্য ল্যান্ড অব সেইন্টস অ্যান্ড সিনার্স
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: ২৩ আগস্ট
কয়েক বছর ধরেই অল্প বাজেটের থ্রিলার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন অভিনেতা লিয়াম নিসন। তাঁর নতুন সিনেমা এটি। গত এপ্রিলে প্রেক্ষাগৃহে মুক্তি পায় রবার্ট লরেনেজের সিনেমাটি, এবার আসছে ওটিটিতে। এক আইরিশ গ্রামে মূর্তমান আতঙ্ক দেখা যায়। সাহায্যে এগিয়ে আসে এক ভাড়াটে খুনি। যে কিনা কিছুদিন আগেই অবসরে গিয়েছিল, পরিস্থিতির চাপে আবারও মাঠে নামে সে।

গর
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ২৩ আগস্ট
গত ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় মালয়ালম এই সার্ভাইভাল কমেডি সিনেমাটি। ২০১৮ সালে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন জে কে। সিনেমার প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন কুনচাকো বোবান ও সুরাজ বেনজারামুডু।