প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
কাছের মানুষ দূরে থুইয়া
ধরন: ফিল্ম
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
লং ডিসট্যান্স সম্পর্কের কারণে মাঝেমধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। এ রকম সম্পর্কের গল্প নিয়ে চরকি অরিজিনাল সিনেমাটি।
শিহাব শাহীনের সিনেমাটি গত বৃহস্পতিবার মুক্তি পেয়েছে চরকিতে। এটি প্ল্যাটফর্মটির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রজেক্টের অংশ। সিনেমাটিতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান। এ রোমান্টিক সিনেমার শুটিং হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায়।
থ্রু মাই উইন্ডো: লুকিং অ্যাট ইউ
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
থ্রু মাই উইন্ডো নামের সিনেমাটি ২০২২ সালের ফেব্রুয়ারিতে নেটফ্লিক্সে মুক্তি পায়।
রোমান্টিক সিনেমাটির ব্যাপক জনপ্রিয়তার কারণে ফি বছরই নতুন কিস্তি মুক্তি পাচ্ছে। এবার এসেছে স্প্যানিশ সিনেমাটির তৃতীয় কিস্তি।
মারক্যাল ফোরেস পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ক্লারা গল, হুলিও পেনা, নাতালিয়া আজাহারা প্রমুখ।
মেসিস ওয়ার্ল্ড কাপ: দ্য রাইজ অব আ লিজেন্ড
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: চলমান
২০২২ সালে কাতার বিশ্বকাপে আসে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত—প্রথমবার বিশ্বকাপ জেতেন লিওনেল মেসি। আর্জেন্টিনার বিশ্বকাপ জয় নিয়ে এই সিরিজ তথ্যচিত্র মুক্তি পেয়েছে গত বুধবার। তথ্যচিত্রটিতে যেমন আছে খেলোয়াড় থেকে ভক্ত-সমর্থকদের সাক্ষাৎকার, তেমনি আছে বিশেষজ্ঞদের বিশ্লেষণও। সিরিজটি পরিচালনা করেছেন হুয়ান বালডানা ও ড্যানিয়েল রোজেনফিল্ড।
পোচার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
চোরা শিকারিদের ধরতে বন কর্মকর্তাদের অভিযান নিয়ে মালয়ালম সিরিজটি বানিয়েছেন রিচি মেহতা। ক্রাইম ড্রামাধর্মী সিরিজটির অন্যতম নির্বাহী প্রযোজক বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
এতে অভিনয় করেছেন রোশান ম্যাথু, দিবেন্দু ভট্টাচার্য, মালা পার্বতী, নিমিশা সাজন প্রমুখ। গত বছর সানড্যান্স চলচ্চিত্র উৎসবে সিরিজটির প্রথম তিন পর্ব প্রিমিয়ারের পর ভূয়সী প্রশংসা পায়।