‘বান্ধবী’ নামে দক্ষিণ কোরিয়ার এক সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছিলেন বাংলাদেশি অভিনয়শিল্পী মাহবুব আলম; যিনি কোরিয়ান ‘মাহবুব লী’ নামে পরিচিত। ২০o৯ সালে মুক্তিপ্রাপ্ত সিন দং ইল পরিচালিত এ সিনেমায় করিম নামে এক চরিত্রে দেখা গেছে। বাংলা ভাষাভাষী দর্শকদের কথা বিবেচনা করে বাংলা ভাষায় সিনেমাটি আনছে চরকি, বৃহস্পতিবার রাত আটটা থেকে প্রদর্শিত হবে এ সিনেমা।
মাহবুব লী বলেন, ‘“বান্ধবী” আমার অভিনীত প্রথম ফিচার ফিল্ম, তা–ও কোরিয়ান ভাষায়। প্রথম দিকে খুব কষ্ট হয়েছে ভাষা শিখতে। কোরিয়ান ভাষার সঙ্গে এক্সপ্রেশন দিয়ে অভিনয় করাটাও আমার জন্য নতুন। অনেক অনেক রিহার্সাল করেছি। চরিত্রের প্রয়োজনে আমাকে প্রায় ১২ কেজি ওজন কমাতে হয়।’
পরিবারে অশান্তি আর নিজের জীবন নিয়ে হতাশায় থাকা মিন সু ঘটনাক্রমে বন্ধু হয়ে যায় বাংলাদেশি যুবক করিমের; যে কিনা দক্ষিণ কোরিয়াতে কাজ করতে গেছে। নিজের বকেয়া বেতনের আদায়ের জন্যে চেষ্টা করে যাচ্ছে। আর এই ভিনদেশে একা একা করিম কি পারবে মিন সুর সাহায্য নিয়ে তার বকেয়া বেতন আদায় করতে? দেখতে হলে চোখ রাখতে হবে চরকিতে।
মাহবুব বলেন, ‘পুরো টিম খুব সহযোগিতা করেছে আমাকে। তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এত কষ্টের পর সিনেমাটা যখন বড় পর্দায় দেখি, তখন অন্য রকম এক ভালো লাগা কাজ করেছে। এত দিন পর চরকিতে আমাদের সিনেমাটা মুক্তি পেতে যাচ্ছে, ভেবেও ভালো লাগছে। এখন সিনেমাটা আমাদের দেশসহ সবাই দেখতে পারবে ভেবেও ভালো লাগছে।’
সিনেমাটি বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাওয়ার পর আলোচিত হয়েছে। পরিচালক বলেন, ‘দীর্ঘদিন পরে হলেও সিনেমাটি বাংলাদেশের দর্শকদের মধ্যে পরিবেশিত হওয়াতে আমি আনন্দিত। আশা করি, বাংলাভাষী দর্শকেরা সিনেমাটি পছন্দ করবেন। চরকির সব দর্শকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।’
সিনেমায় মাহবুব লীর সঙ্গে জিন হি ব্যায়েক, হুক কিয়ুন পার্ক, লি ইল হু-সহ আরও অনেকে অভিনয় করেছেন।