নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত বঙ্গ অরিজিনাল সিনেমা ‘অসময়’ মুক্তি পাচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গতে সিনেমাটি দেখা যাবে।
গত মঙ্গলবার ঢাকার স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার শাখায় সিনেমাটির প্রিমিয়ার হয়েছে। পরিচালক জানান, সমাজের দম্ভ দেখিয়ে চলা মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন বলেন, ‘আমাদের সমাজের বেশির ভাগ মানুষ সুন্দর পোশাক পরে চলাফেরা করে। তারা এমন একটা ভাব ধরে যে অনেক আধুনিক। কিন্তু ভেতরটা পোশাকের মতো সুন্দর নয়, বরং নোংরা মানসিকতায় পরিপূর্ণ। মুখোশধারী এই মানুষগুলোকে নিয়েই সিনেমার গল্প সাজানো হয়েছে।’
বছরের শুরুতে সিনেমার পোস্টার প্রকাশ করেছেন বঙ্গ; পোস্টারে দেখা গেছে, চারপাশ ভরে আছে ময়লা–আবর্জনায়, পলিথিনে মোড়ানো পচা খাবার ও বর্জ্যের স্তূপ। সেসব খাবার খাচ্ছে কাক–কুকুরে। এসবের মধ্যে নামীদামি পোশাক পরে দাঁড়িয়ে আছে কয়েকজন।
এ সিনেমার কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ। আরও আছেন অভিনেতা তারিক আনাম খান, মনিরা মিঠু, ইরেশ জাকের, শরাফ আহমেদ জীবন, রুনা খান, ইন্তেখাব দিনার, শাহেদ আলী, শাশ্বত দত্ত, শিমুল শর্মা, লামীমা লাম, ইসরাত জাহিন আহমেদ, জিয়াউল হক পলাশ প্রমুখ।
‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাণ করে দর্শকমহলে পরিচিতি পাওয়া পরিচালক কাজল আরেফিন ‘বিদেশ’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘আইসিইউ’সহ বেশ কয়েকটি আলোচিত নাটক ও সিরিজ নির্মাণ করেছেন।