‘ফরজি’র ট্রেলারে যেন ঝড়ের পূর্বাভাস দিলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ নির্মাতা

‘ফরজি’র পোস্টারে শহিদ কাপুর, বিজয় সেতুপতি, কে কে মনন ও রাশি খান্না
ছবি : সংগৃহীত

‘দ্য ফ্যামিলি ম্যান’ ভারতের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজগুলোর একটি। আগে ‘গো গোয়া গান’, ‘শোর ইন দ্য সিটি’, ‘স্ত্রী’খ্যাত এই নির্মাতাদ্বয় আগে থেকেই তাঁদের কাজের জন্য প্রশংসিত ছিলেন। কিন্তু ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর জনপ্রিয়তা যেন তাঁদের আগের করা সব কাজ ছাপিয়ে যায়। অ্যাকশন, থ্রিলার আর কমেডি যেন তাঁদের কাজকে ভিন্নমাত্রা দেয়। গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে তাঁদের নতুন ওয়েব সিরিজ ‘ফরজি’র ট্রেলার। আগের ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মতো এটিতেও অ্যাকশন, কমেডির দারুণ মিশেল ঘটিয়েছেন, যা দেখে অনেক দর্শক তো বলেই দিয়েছেন, আবারও ঝড় তুলবে রাজ ও ডিকের সিরিজটি। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক সিরিজটি সম্পর্কে নানা তথ্য।

গতকাল মুম্বাইয়ে ঘটা করে আয়োজন করা হয় ‘ফরজি’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠান। যেখানে হাজির ছিলেন শহীদ কাপুর, বিজয় সেতুপতি, রাশি খান্নসহ সিরিজের পাত্রপাত্রীরা। এই সিরিজ দিয়েই ওটিটিতে অভিষেক হচ্ছে শহীদ কাপুরের; জনপ্রিয় তামিল অভিনেতা বিজয় সেতুপতিরও এটিই প্রথম সিরিজ। একই সঙ্গে হিন্দিতে তাঁর প্রথম কাজও বটে
শহীদ কাপুর জানান, বেশ কয়েক বছর আগেই রাজ ও ডিকের সঙ্গে কাজের ইচ্ছা প্রকাশ করেন তিনি। পরিচালকদ্বয় তখন তাঁকে সিনেমার প্রস্তাব দেন, শহীদ তাঁদের চমকে দিয়ে বলেন সিনেমার চেয়ে তিনি বরং ওয়েব সিরিজেই বেশি আগ্রহী। রাজ ও ডিকের ধারণা ছিল না শহীদের মতো হিন্দি সিনেমার প্রথম সারির অভিনেতা ওয়েব সিরিজ করবেন
হিন্দিতে বা ওটিটিতে অভিষেককে অবশ্য বিশেষভাবে দেখছেন না বিজয় সেতুপতি। তিনি বলেন, ২০১০ সালে অভিষেকের পর ৫০টির বেশি সিনেমা করেছেন। ফলে এখন আর ‘অভিষেক’ নিয়ে মাথা থামান না। সামনে ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘মেরি ক্রিসমাস’-এ অভিনয় করেছেন বিজয়। এ ছাড়া শাহরুখ খানকে নিয়ে অ্যাটলির সিনেমায় খল চরিত্রে দেখা যাবে তাঁকে। নিয়মিত হিন্দিতে কাজ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে বিজয় বলেন, প্রতিভাবান অভিনেতা যাঁদের কাছ থেকে তিনি শিখতে পারেন, এমন কাজ মিস করতে চান না তিনি
দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেত্রী রাশি খান্নার জন্য অবশ্য হিন্দিতে এটিই প্রথম কাজ নয়, গত বছরই অজয় দেবগনের সঙ্গে ‘রুদ্র: দ্য এজ অব ডার্কনেস’-এ অভিনয় করেন তিনি। সিরিজটিও বেশ জনপ্রিয়তা পায়
ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে শহীদ আরও জানান, ‘ফরজি’ শুরুতে সিনেমাই হওয়ার কথা ছিল, কিন্তু গল্পের যে পরিসর, সেটি ঘণ্টা দুয়েকের সিনেমায় ধরানো যাবে না, সে জন্য সিরিজ করা হয়
‘ফরজি’র ট্রেলারে দেখা যায়, শহীদ কাপুর শিল্পী, যিনি কি না পরে জাল নোট তৈরির সঙ্গে জড়িয়ে পড়েন। বিজয় সেতুপতিতে দেখা যায় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের ভূমিকায়
সিরিজটি নিয়ে রাজ ও ডিকে বলেন, ‘এটি আমাদের অন্যতম পছন্দের একটি চিত্রনাট্য। “দ্য ফ্যামিলি ম্যান’-এর পর আমরা নিজেরা নিজেদের চ্যালেঞ্জ করেছি আরও রোমাঞ্চকর কিছু করতে। সিরিজটি দর্শককে দেখাতে তর সইছে না’
বহুল প্রতীক্ষিত সিরিজটিতে শহীদ কাপুর, বিজয় সেতুপতি, রাশি খান্না ছাড়াও দেখা যাবে অমল পালেকর, কে কে মেনন, রেজিনা ক্যাসান্দ্রা, ভুবন অরোরাকে। আগামী ১০ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ‘ফরজি’