‘মাই নেম ইজ লো কিওয়ান’ সিনেমার দৃশ্য। ছবি: নেটফ্লিক্স
‘মাই নেম ইজ লো কিওয়ান’ সিনেমার দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

‘লো কিওয়ান’-এ মুগ্ধ নেট দুনিয়া

নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিনেমার টপ চার্টে প্রায়ই শীর্ষে থাকে কোরীয় সিনেমা। চলতি সপ্তাহেও এর ব্যতিক্রম হয়নি। কিম হি-জিন পরিচালিত ‘মাই নেম ইজ লো কিওয়ান’ তালিকার শীর্ষে উঠে এসেছে।

বেশির ভাগ সময়ই টপ চার্টে রাজত্ব করে অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা; তবে ‘মাই নেম ইজ লো কিওয়ান’ ড্রামা ঘরানার। সিনেমাটি দিয়েই নির্মাণে অভিষেক হয়েছে কিম হি-জিনের। মুক্তির পর দর্শক তো বটেই, সমালোচকেরা ছবিটির প্রশংসা করেছেন।

‘মাই নেম ইজ লো কিওয়ান’ সিনেমার দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

১ মার্চ মুক্তির পর থেকে গতকাল পর্যন্ত ২ ঘণ্টা ১৩ মিনিটের সিনেমাটির স্ট্রিমিং হয়েছে ১ কোটি ১২ লাখ ঘণ্টার বেশি। ছবিটি নির্মিত হয়েছে ২০১১ সালে প্রকাশিত চো হায়ে-জিনের ছোট গল্প ‘আই মেট লো কিওয়ান’ অবলম্বনে।

সিনেমাটির গল্প লো কিওয়ানকে নিয়ে। উত্তর কোরিয়া থেকে বিতাড়িত হওয়ার পর সে হাজির হয় বেলজিয়ামে। প্রাথমিক লক্ষ্য দেশটিতে শরণার্থী হিসেবে আশ্রয় পাওয়া। এর মধ্যেই দেখা সব হারিয়ে ধুঁকতে থাকা এক তরুণীর সঙ্গে।

‘মাই নেম ইজ লো কিওয়ান’ সিনেমার দৃশ্য। ছবি: নেটফ্লিক্স

এরপর কী হয়, তা নিয়ে এগিয়েছে সিনেমাটির গল্প। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সং জুং-কি ও চোই সাং-ইয়ুন। প্রধান চরিত্রে সং জুং-কির অভিনয় ও তাঁর চরিত্রটির ভ্রমণ বেশি মুগ্ধ করেছে দর্শকদের। লো কিওয়ান ও ম্যালির প্রেমের রসায়নেও মজেছেন তাঁরা।  

সিনেমাটি দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পেলেও শুরুতে ‘মাই নেম ইজ লো কিওয়ান’-এ অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন সং জুং-কি।

এ প্রসঙ্গে ৬ মার্চ কোরীয় গণমাধ্যম সুমপিকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘সিনেমাটিতে থাকা রোমান্টিক দিকটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছি। অনেকে মনে করেছেন, রোমান্টিক ব্যাপারগুলো না দেখিয়ে লো কিওয়ানের ভ্রমণ দেখালেই বেশি ভালো হতো। এ ব্যাপারটি নিয়ে আমিও সংশয়ে ছিলাম। সে কারণেই শুরুতে প্রস্তাব ফিরিয়েছিলাম।’

তবে অভিনেতা এ-ও মনে করেন, সিনেমাটির মধ্যে অনেক ইতিবাচক ব্যাপার আছে, যে কারণে এত মানুষ এটি পছন্দ করেছেন। একই সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু দুর্বলতা থাকলেও মোটাদাগে ছবিটির সঙ্গে মানুষ নিজেদের সম্পৃক্ত করতে পেরেছে। আসলে অনেক সময় দেখতে দেখতে আপনিও নিজের অজান্তেই পর্দার চরিত্রগুলোর ভ্রমণের অংশ হয়ে ওঠেন।’
আরেক সাক্ষাৎকারে অভিনেতা সং জুং-কির অভিনয়ের প্রশংসা করেছেন নির্মাতা কিম হি-জিন। তিনি মনে করেন, লো কিওয়ানের মতো সংবেদনশীল চরিত্রে তিনি দারুণ অভিনেতা করেছেন।