অনেক বছর ধরেই টিভিতে রিয়েলিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা করেন সালমান খান। তবে গত বছর ‘বিগ বস ওটিটি’র প্রথম সিজনে উপস্থাপক হিসেবে দেখা যায় করণ জোহরকে। স্ট্রিমিং প্ল্যাটফর্ম ভুটে সেই সিজন তেমন সাড়া ফেলতে পারেনি। তাই হয়তো নির্মাতারা ওটিটিতেও ফিরিয়েছেন ‘বিগ বস’-এর পরীক্ষিত সঞ্চালক সালমান খানকে।
ফলও মিলেছে হাতে হাতে। ১৪ আগস্ট সম্প্রচারিত ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজনের ফিনালে মাত্র ২৪ ঘণ্টায় অনুষ্ঠানটির ভিউ হয়েছে ২৩ মিলিয়নের বেশি। ভ্যারাইটি জানিয়েছে, এবারের সিজনের ভিউ হয়েছে ১০০ মিলিয়নের বেশি।
সঞ্চালকের মতো এবারের সিজনে প্ল্যাটফর্মও বদল হয়েছে ‘বিগ বস ওটিটির’। ভুটের বদলে অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে জিও সিনেমাতে। ভ্যারাইটি জানিয়েছে, ভারতের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানের মধ্যে ভিউয়ের দিক থেকে রেকর্ড গড়েছে ‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজন। এবারের কিস্তি দেখা হয়েছে ৩০ বিলিয়ন মিনিটের বেশি।
এমনকি এটা ভারতে ব্যাপকভাবে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ক্রিকেট (আইপিএল)-এর চেয়েও বেশি। চলতি বছর জিও সিনেমা বিনা মূল্যে আইপিএল সম্প্রচার করে। সব ম্যাচ মিলিয়ে আইপিএলের ভিউ ছিল ১৭ বিলিয়ন। আইপিএলের রেকর্ড এবার ভেঙে দিল সালমানের ‘বিগ বস ওটিটি’।
অনুষ্ঠানটির গ্র্যান্ড ফিনালের ভোট শুরু হওয়ার পর দুই প্রতিযোগীকে ভোট দেন ২৫০ মিলিয়ন দর্শক। এই ভোট পড়ে মাত্র ১৫ মিনিটে, যা থেকে অনুষ্ঠানের জনপ্রিয়তা সহজেই অনুমান করা যায়। জিও সিনেমার একজন জ্যেষ্ঠ নির্বাহী ভ্যারাইটিকে বলেন, ‘যখন অনেক প্ল্যাটফর্ম ভিউয়ারশিপ নিয়ে সংগ্রাম করছে, তখন এই সংখ্যা অবিশ্বাস্য।’
‘বিগ বস ওটিটি’র দ্বিতীয় সিজনে জয়ী হয়েছেন এলভিস যাদব।
তাঁর দাবি, মাত্র ১৫ মিনিটে ২৮০ মিলিয়ন ভোট পেয়েছেন তিনি। অভিষেক মালহানকে হারিয়ে ‘বিগ বস’-এর শিরোপা জেতা যাদব পুরস্কার হিসেবে পেয়েছেন ২৫ লাখ রুপি।
এই এলভিস যাদব সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ২০১৬ সালে শুরু করেন ইউটিউব। কমেডি ভিডিওর জন্য পরিচিত তিনি। নানা বিষয়ভিত্তিক কনটেন্টে ভরে থাকে তাঁর চ্যানেল। তাঁর আসল নাম সিদ্ধার্থ যাদব।