চলতি মাসে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি বিদেশি কনটেন্ট। কোলাজ
চলতি মাসে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি বিদেশি কনটেন্ট। কোলাজ

দেখতে পারেন এই ১০ সিনেমা-সিরিজ

চলতি মাসে মুক্তির অপেক্ষায় আছে বেশ কয়েকটি বিদেশি কনটেন্ট। ওটিটি প্ল্যাটফর্মে দেখে নিতে পারেন এই ১০ সিনেমা-সিরিজ

‘সালেমস লট’, এইচবিও ম্যাক্স
স্টিফেন কিংয়ের বহুলপঠিত একই নামের উপন্যাস অবলম্বনে সিনেমা। আগেও উপন্যাসটি থেকে সিনেমা, সিরিজ হয়েছে। এবারেরটি বানিয়েছেন গ্যারি ডাবারম্যান।

‘সালেমস লট’–এর দৃশ্য। আইএমডিবি

এতে অভিনয় করেছেন লুইস পুলম্যান, ম্যাকেঞ্জি লেই, বিল ক্যাম্প। অতিপ্রাকৃত হরর সিনেমাটি মুক্তি পাবে ৩ অক্টোবর।

‘সিটিআরএল’–এর পোস্টার

‘সিটিআরএল’, নেটফ্লিক্স
অভিনেত্রী হিসেবে অনন্যা পান্ডের খুব একটা সুখ্যাতি নেই, তবে এই ওয়েব ফিল্ম আপনি দেখতে পারেন নির্মাতার ওপর ভরসা করে। ব্যাপক প্রশংসিত জুবলির পর ওটিটিতে নতুন কাজ নিয়ে হাজির হয়েছেন বিক্রমাদিত্য মোতওয়ানি। এই থ্রিলার ছবিতে অনন্যা ছাড়া আছেন বিহান সম্রাটও। মুক্তি পাবে ৪ অক্টোবর।

‘হয়ারস ওনডা’, অ্যাপল টিভি প্লাস
প্ল্যাটফর্মটির প্রথম জার্মান অরিজিনাল সিরিজ। এর গল্প এগিয়েছে ডেডো ও কার্লোত্তা নামের এক দম্পতিকে ঘিরে। সন্তান লাপাত্তা হওয়ার পর অনুসন্ধানে নামে এই দম্পতি, ঘটতে থাকা নানা ঘটনা। কমেডি–ড্রামা সিরিজটিতে অভিনয় করেছেন ক্যারোলিন কারনাথ, হেইকি মাকাটস প্রমুখ।

‘হয়ারস ওনডা’র দৃশ্য। ছবি: অ্যাপল টিভি প্লাস

সিরিজটি পরিচালনা করেছেন টোবি বাউম্যান, ক্রিস্টিয়ান ডিটার ও ক্রিস্টোফ ক্লুনকার। এটি মুক্তি পাবে আগামীকাল বুধবার।

‘দ্য ট্রাইব’, অ্যামাজন প্রাইম ভিডিও
ইনফ্লুয়েন্সারদের নিয়ে আগ্রহের কমতি নেই, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিস্তারকারীদের ব্যক্তিগত জীবন আসলে কেমন? করণ জোহর প্রযোজিত এই রিয়েলিটি শোতে সেটাই দেখা যাবে। লস অ্যাঞ্জেলেসে শুটিং হওয়া এই শোতে দেখা যাবে আলানা পান্ডে, আলভিনা জাফরি, শ্রুস্তি পোরে, আরিয়ানা গান্ধী ও আলফিয়া জাফরিকে। শোটি মুক্তি পাবে ৩ অক্টোবর।

‘আপরাইজিং’, নেটফ্লিক্স
আগামীকাল এই সিনেমা দিয়েই শুরু হচ্ছে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এই প্রথম কোনো স্ট্রিমিং সার্ভিসের সিনেমাকে উৎসবের উদ্বোধনী সিনেমা হিসেবে বেছে নেওয়া হয়েছে। বুসানে প্রিমিয়ারের পর ১১ অক্টোবর এটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। পার্ক চ্যান-উক এই সিনেমার প্রযোজক ও সহচিত্রনাট্যকার। পরিচালক কিম সাং-মান। জোসেন রাজবংশ নিয়ে তৈরি সিনেমাটির মূল দুই চরিত্রে অভিনয় করেছেন পার্ক জিউন মিন ও গাং ডং উন।

‘আপরাইজিং’ সিনেমায় গাং ডং উন

‘দ্য লাস্ট অব দ্য সি ওমেন’, অ্যাপল টিভি প্লাস
দক্ষিণ কোরিয়ার জেজু প্রদেশের গল্প। দক্ষিণ কোরিয়ার একদল ডুবুরির গল্প, যারা নিজেদের বিলুপ্ত হয়ে যাওয়া সংস্কৃতিকে হুমকির হাত থেকে বাঁচাতে লড়াই করে। তথ্যচিত্রটির অন্যতম প্রযোজক মালালা ইউসুফজাই। এটি পরিচালনা করেছেন সু কিম।

‘সিটিসেল: ডায়ানা’, আমাজন প্রাইম ভিডিও
সিটিসেল ফ্র্যাঞ্চাইজির ইতালীয় সংস্করণ। স্পাই অ্যাকশন সিরিজটি মুক্তি পাবে ১০ অক্টোবর। এতে ‘ডায়ানা’ চরিত্রে অভিনয় করছেন মাতিলদা ডি অ্যাঞ্জেলিস। পরিচালক অরল্যান্ডো কাতিনারি।

‘সিটাডেল: ডায়ানা’র দৃশ্য। ছবি: অ্যামাজন প্রাইম ভিডিও

‘হেলবাউন্ড ২’, নেটফ্লিক্স
টান টান চিত্রনাট্য, পরতে পরতে থাকা চমক মিলিয়ে ২০২১ সালে মুক্তির পর কোরীয় সিরিজটি ব্যাপক আলোচিত হয়। ২৫ অক্টোবর মুক্তি পাবে ডার্ক ফ্যান্টাসি ঘরানার সিরিজটির দ্বিতীয় মৌসুম। এতে অভিনয় করেছেন কিম সাং চেওল, কিম হেউন, কিম শিন রক। দিন কয়েক আগে টিজার মুক্তির পর এখন নতুন করে চর্চায় আছে সিরিজটি।

‘বিফোর’, অ্যাপল টিভি প্লাস
এক শিশু মনোবিজ্ঞানীর সম্প্রতি স্ত্রী বিয়োগ হয়েছে। এর পর থেকে নতুন রোগী দেখতে গেলেই তাঁর অতীতের অনেক কিছু মনে পড়ে যায়। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে সারাহ থর্পের এই মিনি সিরিজ। ২৫ অক্টোবর মুক্তির অপেক্ষায় থাকা সিরিজটিতে অভিনয় করেছেন বিলি ক্রিস্টাল, জুডিথ লাইট, রোজি পেরেজ।

‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’, ডিজনি প্লাস হটস্টার
ক্রাইম কমেডি ঘরানার সিরিজটির চতুর্থ মৌসুমের প্রথম পর্ব মুক্তি পায় গত ২৭ আগস্ট। চলতি মাসে মুক্তি পাবে পাঁচটি পর্ব।

‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’–এর দৃশ্য। ছবি: হুলু

আজ মঙ্গলবার প্রথম পর্ব দেখা যাবে, শেষ পর্ব প্রচারিত হবে ২৯ অক্টোবর। এতে অভিনয় করেছেন স্টিভ মার্টিন, মার্টিন শর্ট, সেলেনা গোমেজ, মেরিল স্ট্রিপ প্রমুখ।