যাত্রা শুরু করেছে কলকাতার নতুন ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডে। উদ্বোধনের পর থেকেই প্ল্যাটফর্মটিতে স্ট্রিমিং হচ্ছে বাংলাদেশি নির্মাতা আবু হায়াত মাহমুদের সিরিজ ‘ভালোবাসা’। ফ্রাইডে বাংলাদেশ থেকেও দেখা যাবে বলে জানিয়েছেন প্ল্যাটফর্মটির এক কর্মকর্তা।
শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় যাত্রা শুরু হয় ফ্রাইডের। এরপরই স্ট্রিমিং হয় আবু হায়াত মাহমুদের চার পর্বের সিরিজটি। এটি প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ লিমিটেড। ফ্রাইডেতে ভালোবাসা মুক্তি পেয়েছে, প্রথম আলাকে নিশ্চিত করেছেন প্ল্যাটফর্মটির পোস্ট প্রোডাকশন ও কারিগরি প্রধান প্রদীপ রায়।
কলকাতা থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘বাংলাদেশের এই কনটেন্টসহ আমাদের নিজস্ব আরও অনেকগুলো কনটেন্ট দিয়ে শনিবার সন্ধ্যায় ফ্রাইডে যাত্রা শুরু করেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকেই আমাদের কনটেন্ট উপভোগ করতে পারবেন দর্শকেরা।’
দেশের বাইরে একটি নতুন প্ল্যাটফর্মের উদ্বোধনী যাত্রায় নিজের সিরিজ মুক্তি পাওয়ায় খুশি পরিচালক।
প্রথম আলোকে আবু হায়াত মাহমুদ বলেন, ‘বছরখানেক আগে সিরিজটি নির্মাণ করেছিলাম। গত জানুয়ারিতে নতুন এ প্ল্যাটফর্মটি কিনে নেয়। প্ল্যাটফর্মটির উদ্বোধনীতেই আমার সিরিজটি মুক্তি পেল, নিজের কাছে ভালোই লাগছে।’ সিরিজটির চিত্রনাট্য লিখেছেন মুনতাহা বৃত্তা।
‘ভালোবাসা’ সিরিজটির গল্প সম্পর্কে পরিচালক জানালেন, এটি সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত। মুম্বাই নগরীতে একটি পরিবারের দুজনের মৃত্যুকে কেন্দ্র করে এর গল্প এগিয়েছে। আবু হায়াত বলেন, ‘শুধু মৃত্যুই নয়, গল্পে তিন প্রজন্মের মানুষের প্রতি মানুষের ভালোবাসা পার্থক্যও তুলে আনা হয়েছে এখানে।’
সিরিজটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, জাকিয়া বারী মম, আদর আজাদ, নাদিয়া নদী প্রমুখ। সিরিজটি নিয়ে মম গতকাল দুপুরে এই প্রতিবেদককে বলেন, ‘সিরিজটির গল্প খুব সুন্দর। শেষ পর্যন্ত এটি মুক্তি পেল। তা ছাড়া এ প্ল্যাটফর্মটির মাধ্যমে সারা পৃথিবীর বাংলাভাষীরা দেখতে পাবেন এটি। আমার জন্য অত্যন্ত আনন্দের খবর। আমি সব সময়ই ভালো গল্পে কাজ করতে চাই। আর নিজের ভালো গল্পের কাজ যখন দর্শকেরা দেখার সুযোগ পায়, এতে আমার আরাম লাগে।’
জানা গেছে, ‘ভালোবাসা’ ছাড়াও অরিন্দম শীলের ‘উনিশে এপ্রিল’, কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘নাইট অব ক্রাইম’, সাগ্নিক চট্টোপাধ্যায়ের ‘লেডি চ্যাটার্জি’, অরিন্দম চক্রবর্তীর ‘আমি নন্দিনী’, দীপ মোদকের ‘নেক্রো, কৌশিক করের ‘ফটাশ’ দিয়ে যাত্রা শুরু করেছে প্ল্যাটফর্মটি।
এর মধ্যে ‘উনিশে এপ্রিল’-এ আছেন বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ।