‘রিচার’ সিরিজের দৃশ্য। আইএমডিবি
‘রিচার’ সিরিজের দৃশ্য। আইএমডিবি

মুক্তির পরই শীর্ষে, কী আছে এই সিরিজে

আপাদমস্তক বোহেমিয়ান। তবে তিনি ঠিক হিমু নন। আগে ছিলেন মিলিটারি পুলিশের মেজর। অবসর নিয়ে বেছে নিয়েছেন ভবঘুরে জীবন। নিজের গাড়ি–বাড়ি নেই, ফোনও সেভাবে ব্যবহার করেন না। এ শহর, ও শহর ঘুরে বেড়ান। মন না টিকলে চড়ে বসেন বাসে, গন্তব্য নতুন শহর। কখনো হিচহাইকিং করেন। তবে তাঁর জীবন নির্বিবাদ নয়, মাঝেমধ্যেই জড়িয়ে পড়েন বড়সড় ঝামেলায়। এসব ঝামেলার পেছনে কখনো থাকে তাঁর ‘অতীত জীবন’। তিনি রিচার, মেজর জ্যাক রিচার। তাঁকে নিয়ে নির্মিত সিরিজ ‘রিচার’-এর তৃতীয় মৌসুম মুক্তি পেয়েছে গত ২০ ফেব্রুয়ারি। মুক্তির পরই অ্যামাজন প্রাইম ভিডিওর সিরিজের তালিকায় শীর্ষে উঠে এসেছে সিরিজটি।

ব্রিটিশ লেখক লি চাইল্ডের উপন্যাসের চরিত্র জ্যাক রিচার। জনপ্রিয় এ চরিত্র নিয়ে এ পর্যন্ত ৩০টির মতো উপন্যাস লিখেছেন চাইল্ড। এ সিরিজ উপন্যাস অবলম্বনেই নির্মিত হয়েছে অ্যামাজনের সিরিজটি। এই রিচার নামটি সিনেমাপ্রেমীদের চেনা মনে হতে পারে। কারণ, একই উপন্যাস থেকে রিচারকে নিয়ে দুটি সিনেমা তৈরি হয়েছিল। যে দুই সিনেমায় রিচার হয়েছিলেন টম ক্রুজ এবং পুরোপুরি ব্যর্থ হয়েছিলেন।

‘রিচার’ সিরিজের দৃশ্য। আইএমডিবি
‘রিচার’ সিরিজের দৃশ্য। আইএমডিবি

টম ক্রুজের দীর্ঘ ক্যারিয়ারে অন্যতম বড় ব্যর্থতা চরিত্রটি ফুটিয়ে তুলতে না পারা। লেখক লি চাইল্ড অবশ্য মনে করেন, এ চরিত্রে তাঁকে নির্বাচনই ছিল বড় ভুল। কারণ, প্রায় সাড়ে ছয় ফুটের দীর্ঘদেহী রিচারের সঙ্গে টমের কোনো মিলই নেই। তাই টম ক্রুজ অভিনীত ‘জ্যাক রিচার’ ও ‘রিচার নেভার গো ব্যাক’ যখন ডাহা ফ্লপ হয়, তখন এ চরিত্র অবলম্বনে সিনেমা অনিশ্চিত হয়ে পড়ে। তখনই এগিয়ে আসে অ্যামাজন। ২০২২ সালে রিচার-এর প্রথম মৌসুম মুক্তির পরই সুপারহিট হয়, সেটা এতটাই যে একই সঙ্গে পরের তিন মৌসুম নিশ্চিত করে প্ল্যাটফর্মটি।

গল্প, নির্মাণ মিলিয়ে প্রথম মৌসুমে অনেকে প্রশংসিত সিরিজ ট্রু ডিটেকটিভ-এর ছায়া খুঁজে পেয়েছিলেন ভক্তরা। তবে সিরিজটি হিট হওয়ার বড় কারণ ছিল রিচার চরিত্রে অ্যালান রিটসনের অভিনয়। আগে বেশ কিছু কাজ করলেও সিরিজটি দিয়েই তারকা বনে গেছেন তিনি।

‘রিচার’ সিরিজের দৃশ্য। আইএমডিবি

২০ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে ‘রিচার ৩’-এর প্রথম তিন পর্ব। এরপর প্রতি সপ্তাহে আসছে একটি নতুন পর্ব। আট পর্বের সিরিজটির শেষ পর্ব মুক্তি পাবে ২৭ মার্চ।
প্রথম দুই মৌসুমের মতো তৃতীয়টিও যে দর্শকপ্রিয়তা পেয়েছে, সেটা অ্যামাজনের টপচার্টের শীর্ষে অবস্থানই প্রমাণ করে।

এবারের গল্প শুরু হয় এক ধনকুবেরের কলেজপড়ুয়া সন্তানকে অপহরণের চেষ্টা দিয়ে। রিচার অকুস্থলেই ছিলেন, ধনকুবেরের সন্তানকে বাঁচান। এরপর হাজির হন সেই ধনকুবেরের বাড়িতে। আস্থা অর্জন করে সেই ধনকুবেরের সন্তানের দেহরক্ষী হিসেবে নিয়োগ পান। পরে জানা যায়, এটা আসলে এফবিআইয়ের পরিকল্পনার অংশ। বিশেষ উদ্দেশ্য নিয়ে রিচারকে ধনকুবেরের বাড়িতে পাঠিয়েছে সংস্থাটি। কিন্তু সময় যত যায়, রিচারের কাজ জটিল হতে থাকে। তিনি কিছুই কিনারা করতে পারেন না। শেষ পর্যন্ত কীভাবে তিনি রহস্যের ভেদ করবেন, সেটা নিয়েই এগিয়ে যায় গল্প।

এ সিরিজ করে প্রচুর অ্যাকশন সিনেমা, সিরিজের প্রস্তাব পাচ্ছেন রিটসন। তবে রিচার চরিত্রে অভিনয় উপভোগ করলেও অ্যাকশন তারকা হিসেবে পরিচিতি পেতে চান না ৪২ বছর বয়সী এই তারকা। সব ধরনের বৈচিত্র্যময় চরিত্রের জন্য নিজের দরজা খোলা রেখেছেন।

আজ মুক্তি পাবে ‘রিচার ৩’-এর পঞ্চম পর্ব।