প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে আসতে যাওয়া নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
আই অ্যাম নট আ রোবট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ৮ সেপ্টেম্বর
গতকাল মুক্তি পেয়েছে সিরিজটির ১৭ থেকে ২০ পর্ব। ডা ইয়ুন জং পরিচালিত কোরিয়ার সিরিজটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। চরকিতে এখন বাংলা ভাষায় সিরিজটি দেখছেন দর্শক। সিরিজটিতে অভিনয় করেছেন ইও সিয়ন হো, চ্যা সু বিন, কাং কি ইয়ং, উম কি-জুনসহ একদল তরুণ অভিনেতা। সায়েন্স ফিকশনের সঙ্গে রোমান্টিকতার মিশেল এই সিরিজের মূল আকর্ষণ।
সীতা রামম
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আমাজন প্রাইম
দিনক্ষণ: ৯ সেপ্টেম্বর
গত ৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু-পিরিয়ড রোমান্টিক ড্রামাটি। সমালোচকেরা খুব বেশি পাত্তা না দিলেও বক্স অফিসে দারুণ ব্যবসা করে হানু রঘুবাপুতির ছবিটি। এক মাসে ৮০ কোটি রুপি ব্যবসা করে। দুলকার সালমান, রাশমিকা মান্দানা ও ম্রুণাল ঠাকুর অভিনীত ছবিটি এবার দেখা আমাজন প্রাইমে।
এই ছবি দিয়েই তেলেগুতে অভিষেক হয়েছে ম্রুণালের।
দ্য ডায়েরি অব আ সিরিয়াল কিলার
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৭ সেপ্টেম্বর
ভারতের এলাহাবাদে এক সাংবাদিক খুনের পর এক ক্রমিক খুনি হঠাৎ আলোচনায় আসে। ক্রমেই প্রকাশ্যে আসে, খুনি নরমাংসের লোভে একে একে খুন করে। সত্য ঘটনা অবলম্বনে নেটফ্লিক্সের ইন্ডিয়ান প্রিডেটর সিরিজের নতুন পর্ব। থ্রিলারের আদলে বানানো হয়েছে তথ্যচিত্রটি।
পাপ্পান
ধরন: সিনেমা
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ৭ সেপ্টেম্বর
গত ২৯ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তির পর মালয়ালম ক্রাইম থ্রিলারটি ২০ দিনেই ৫০ কোটি রুপি ব্যবসা করে। যোশি পরিচালিত সিনেমাটির গল্প অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার আব্রাহাম ম্যাথুকে নিয়ে। যাকে দীর্ঘ সময় ধরে চলা এক খুনের মামলায় জড়াতে হয়। ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুরেশ গোপী।
থর: লাভ অ্যান্ড থান্ডার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ৮ সেপ্টেম্বর
মার্ভেলের ২৯তম সিনেমাটি প্রেক্ষাগৃহ মাতিয়ে মুক্তি পেয়েছে ওটিটিতে। এটি ২০১৭ সালে মুক্তি পাওয়া থর: র্যাগনারক-এর সিক্যুয়েল। তাইকা ওয়াইতিতি পরিচালিত ছবিতে আগের মতোই থর চরিত্রে আছেন ক্রিস হেমসওয়ার্থ। তারকাবহুল ছবিতে আরও আছেন টেসা থম্পসন, ন্যাটালি পোর্টম্যান, ক্রিশ্চিয়ান বেল।