প্যান ইন্ডিয়া ছবির খাতায় নাম লেখাতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে। ২৫ আগস্ট মুক্তি পেতে যাচ্ছে তাঁর ছবি ‘লাইগার’। পুরি জগন্নাথ পরিচালিত ছবিতে অনন্যার বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণি তারকা বিজয় দেবরাকোন্ডা। নতুন ছবি মুক্তি উপলক্ষে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধির সঙ্গে খোলামেলা আড্ডায় বসেছিলেন অনন্যা। আড্ডা শুরু হয় প্যান ইন্ডিয়া ছবিতে তাঁর অভিষেক নিয়ে। অনন্যা বলেন, ‘লাইগার করার অন্যতম প্রধান কারণ অবশ্যই ছবিটা সর্বভারতীয় স্তরে মুক্তি পাচ্ছে। আমার করা তানয়া চরিত্রটি ছবির জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। এটি অ্যাকশনধর্মী ছবি হলেও এখানে রোমান্স, ড্রামা, কমেডিও আছে।’
দক্ষিণি তারকা বিজয় এখন হাজারো তরুণীর ক্রাশ। যে তালিকায় আছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান থেকে জাহ্নবী কাপুরও। অনন্যার কি বিজয়ের ওপর ক্রাশ নেই? জিজ্ঞেস করতে, লাজুক হাসি হেসে তিনি জানান, ‘বিজয় যে কারোরই ক্রাশ। সে খুব মিষ্টি ছেলে। শুটিংয়ের প্রথম দিন থেকেই তাঁর সঙ্গে সহজভাবে মিশেছিলাম। বিজয় অত্যন্ত প্রাণখোলা ও সৎ মনের মানুষ। কিন্তু আমরা একে–অপরের থেকে অনেকটা আলাদা। এই বৈপরীত্যের জন্যই হয়তো–বা একে–অপরের ভালো বন্ধু হয়ে উঠেছি।’ কিছুদিন আগে বিজয় ও অনন্যার গভীর বন্ধুত্বের খবর উঠে এসেছিল। তখন গুঞ্জন শোনা যায়, অন্য একটি সম্পর্ক যখন ভেঙে গিয়েছিল, তখন তিনি অনন্যার কাঁধে মাথা রেখে কেঁদেছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে অনন্যা বলেন, ‘এ কথা সত্যি যে বিজয় সেদিন খুব কেঁদেছিল। আমি ওর ভালো বন্ধু। তাই বিজয়ের ব্যক্তিগত জীবন নিয়ে বেশি কিছু বলতে পারব না।’
বিজয়ের পর কোন দক্ষিণি নায়কের সঙ্গে কাজ করতে চান, এ প্রশ্নের জবাবে অনন্যা বলেন, ‘আল্লু অর্জুনের সঙ্গে কাজ করতে চাই। তিনি দারুণ মানুষ। আল্লু সুপার কুল ও সুপার স্টাইলিশ।’ অনন্যার ঘনিষ্ঠ দুই বন্ধু সুহানা খান ও শানায়া কাপুর সামনে অভিনয়জগতে পা রাখতে চলেছেন। বন্ধুদের কী টিপস দিলেন অনন্যা? ‘আমি নিজেই নতুন, তাদের কী টিপস দেব? ওদের গাইড করার মতো অনেক অভিজ্ঞ মানুষ আছেন। আমরা খুব ভালো বন্ধু। অনেক কথাবার্তা হয়। একে–অপরের সঙ্গে শুটিংয়ের নানা বিষয় শেয়ার করি।’ কেবল অনন্যাই নন, সামনে নানা ধরনের কাজ নিয়ে হাজির হচ্ছেন জাহ্নবী কাপুর, সারা আলী খানের মতো নায়িকারা। অনন্যা জানালেন তিনি প্রতিযোগিতায় বিশ্বাস করেন, ‘আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি। তবে এটা জোর গলায় বলতে পছন্দ করি না। প্রতিযোগিতার ভাবনা নিজের মধ্যে রাখতেই ভালোবাসি। আমি সবার সেরা হতে চাই। এটাই আমার প্রেরণা। এ প্রেরণা নিয়ে সামনে যেতে চাই।’
তবে প্রতিযোগিতায় বিশ্বাসী হলেও কারও প্রতি ঈর্ষা নেই এই অভিনেত্রীর। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি স্বাস্থ্যকর প্রতিযোগিতায় বিশ্বাস করি। বাবা (চাঙ্কি পান্ডে) সব সময় ব্যর্থতা ও সাফল্য একইভাবে গ্রহণ করতে বলতেন। তিনি বলতেন, কোনোটাই যেন প্রভাবিত করতে না পারে। বাবার মতে, জীবন ক্রিকেট ম্যাচের মতো। এক বলে আউট হয়ে যেতে পারো, আবার ছক্কা হাঁকাতেও পারো।’ সুহানার প্রসঙ্গ ধরে উঠে আসে শাহরুখ খানের কথা। শাহরুখ “লাইগার” দেখেছেন কি না? প্রশ্নের উত্তরে অনন্যা বলেন, ‘এখনো দেখেননি। আশা করি, মুক্তির পর দেখবেন। শাহরুখ স্যার আমাকে শুধু অভিনেতা হিসেবে প্রভাবিত করেননি, সুহানার বাবা হিসেবেও দারুণভাবে প্রেরণা জুগিয়েছেন।’ আড্ডার শেষে উঠে আসে অনন্যার কথিত প্রেমিক বলিউড নায়ক আদিত্য রায় কাপুরের কথাও। এই গুঞ্জন প্রসঙ্গে অনন্যা বলেন, ‘এটা স্রেফ গুঞ্জন। আমি নিজের ক্যারিয়ারের সঙ্গে প্রেমে মজেছি।’