প্রেক্ষাগৃহের পর এ মাসেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আসবে সিনেমাগুলো। কোলাজ
প্রেক্ষাগৃহের পর এ মাসেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আসবে সিনেমাগুলো। কোলাজ

ডিসেম্বরে এই ১০ সিনেমা না দেখলেই নয়

চলতি বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বেশ কয়েকটি আলোচিত সিনেমা। প্রেক্ষাগৃহের পর এ মাসেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে আসবে সিনেমাগুলো। এ ছাড়া একেবারে নতুন বেশ কয়েকটি সিনেমাও মুক্তি পাবে। ভ্যারাইটি অবলম্বনে ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা ১০টি বিদেশি সিনেমার কথা জেনে নেওয়া যাক, যেগুলো না দেখলেই নয়।

‘বিটলজুস বিটলজুস’, এইচবিও ম্যাক্স
চলতি বছর ভেনিস উৎসবে উদ্বোধনী সিনেমা হিসেবে প্রদর্শিত হবে টিম বার্টনের ফ্যান্টাসি কমেডি-হরর সিনেমা ‘বিটলজুস বিটলজুস’। ১৯৮৮ সালে মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘বিটলজুস’-এর সিকুয়েল এটি। গত ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর ৪৫০ মিলিয়ন ডলারের বেশি ব্যবসা করে সিনেমাটি।

‘বিটলজুস বিটলজুস’–এর দৃশ্য। আইএমডিবি

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মাইকেল কিটন, ক্যাথেরিন ও’হারা, জাস্টিন থেরক্স, জিনা ওর্তেগা। প্রেক্ষাগৃহের পর ওটিটিতে আসছে সিনেমাটি। ৬ ডিসেম্বর এটি মুক্তি পাবে এইচবিও ম্যাক্সে।

‘ইট এন্ডস উইথ আস’, নেটফ্লিক্স
চলতি বছরের অন্যতম আলোচিত রোমান্টিক ড্রামা সিনেমা এটি। জাস্টিন বালডোনির এ ছবিটি তৈরি হয়েছে ২০১৬ সালে প্রকাশিত কলিন হুভারের একই নামের উপন্যাস অবলম্বনে। গত ৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির পর মাত্র ২৫ মিলিয়ন ডলারের সিনেমাটি ৩৫০ মিলিয়নের বেশি ব্যবসা করে। ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্লেক লাইভলি। ৯ ডিসেম্বর ছবিটি নেটফ্লিক্সে মুক্তি পাবে।

‘মারিয়া’, নেটফ্লিক্স
মারিয়া ক্যালাসকে ধরা হয় গত শতকের অন্যতম সেরা অপেরা গায়িকা। গলার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ঘটনার জন্য ব্যাপক আলোচিত ছিলেন তিনি। নাটকীয় সেই জীবনই এবার চলচ্চিত্রে এনেছেন পাবলো লরেইন। আর ‘মারিয়া’ নামের সেই ছবিতে মারিয়া চরিত্রে অভিনয় করেছেন অ্যাঞ্জেলিনা জোলি।

‘মারিয়া’ সিনেমায় অ্যাঞ্জেলিনা জোলি। আইএমডিবি

মূলত ১৯৭০-এর দশকের প্যারিসে মারিয়ার শেষ দিনগুলো রুপালি পর্দায় তুলে আনা হয়েছে। ‘মারিয়া’র চিত্রনাট্য লিখেছেন পিকি ব্লাইন্ডার্স–খ্যাত প্রখ্যাত ব্রিটিশ চিত্রনাট্যকার স্টিভেন নাইট। গত ২৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। এবার আসছে ওটিটিতে। ১১ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিনেমা।

‘জুরর নাম্বার ২’, এইচবিও ম্যাক্স
১ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে সীমিত পরিসরে মুক্তি পায় ক্লিন্ট ইস্টউডের সিনেমাটি। নিকোলস হল্ট, টোনি কোলেট অভিনীত সিনেমাটি সমালোচকদের প্রশংসা পেয়েছিল। ২০ ডিসেম্বর ছবিটি দেখা যাবে এইচবিও ম্যাক্সে।

‘স্পিক নো ইভিল’–এর দৃশ্য। আইএমডিবি

‘স্পিক নো ইভিল’, পিকক
১৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর সাইকোলজিক্যাল হরর থ্রিলার সিনেমাটি ব্যাপকভাবে প্রশংসিত হয়, বক্স অফিসেও সাফল্য পায়। ৬ ডিসেম্বর পিককে মুক্তি পাবে এই ছবি। জেমস ওয়েটকিনসের এই সিনেমা তৈরি হয়েছে ২০২২ সালে মুক্তি পাওয়া একটি ড্যানিশ সিনেমা অবলম্বনে। এতে অভিনয় করেছেন জেমস ম্যাকাভয়, ম্যাকেঞ্জি ডেভিস।

‘ক্যারি-অন’, নেটফ্লিক্স
জিউমে কোলেট-সেরার অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমা। বড়দিন উপলক্ষে ১৩ ডিসেম্বর সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাবে। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন ট্যারন এগারটন।

‘ক্যারি-অন’ সিনেমায় ট্যারন এগারটন। আইএমডিবি

‘এলটন জন: নেভার টু লেট’, ডিজনি
ব্রিটিশ তারকা এলটন জনের কনসার্ট ট্যুর নিয়ে তথ্যচিত্র। আর জে কাটলার ও ডেভিড ফুমিস এই তথ্যচিত্রের নির্মাতা। ১৩ ডিসেম্বর এটি ওটিটিতে দেখা যাবে। এর আগে ৬ সেপ্টেম্বর টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ছবিটির।

‘কুকু’, হুলু
জার্মানি ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় নির্মিত চলতি বছরের অন্যতম আলোচিত হরর সিনেমা। টিলম্যান সিঙ্গারের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন হান্টার শেফার, জেসিকা হেনউইক। চলতি বছরের বার্লিন উৎসবে প্রিমিয়ার হয় সিনেমাটির। পরে গত আগস্টে জার্মানি ও যুক্তরাষ্ট্রে মুক্তি পায়। ১৭ ডিসেম্বর থেকে হুলুতে দেখা যাবে সিনেমাটি।

‘দ্য বাইকরাইডার্স’-এর দৃশ্য। ছবি: আইএমডিবি

‘দ্য বাইকরাইডার্স’, অ্যামাজন প্রাইম ভিডিও
মোটরসাইকেল আরোহীদের সাধারণ একটা ক্লাব দ্য ভ্যানডালস। ঘটনাচক্রে নানা বিপজ্জনক কাজের সঙ্গে জড়িয়ে পড়ে এই ক্লাব। এমন গল্প নিয়েই জে নিকোলসের ইতিহাসনির্ভর ক্রাইম ড্রামা ‘দ্য বাইকরাইডার্স’। জুডি কোমার, অস্টিন বাটলার, টম হার্ড অভিনীত এ সিনেমাটি আগস্টে প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচিত হয়।

‘আ কোয়াইট প্লেস: ডে ওয়ান’, অ্যামাজন প্রাইম ভিডিও
বহুল আলোচিত ‘আ কোয়াইট প্লেস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি। তবে আগে দুই কিস্তির মতো এ সিনেমাটি ততটা সাফল্য পায়নি।

লুপিত নিয়ঙ্গ অভিনীত এ সিনেমাটি মূলত ‘আ কোয়াইট প্লেস’-এর আগের দুই সিনেমার প্রিকুয়েল ও স্পিন-অফ ছবি। ছবিটির নির্মাতা মাইকেল সারনোস্কি। ৩০ ডিসেম্বর ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।