বাংলা ওটিটির বাজারে সফল দুই নাম মোশাররফ করিম ও ভিকি জাহেদ। বছরের শুরুতেই চমক নিয়ে আসছেন তাঁরা। আজ বিঞ্জে মুক্তি পাচ্ছে তাঁদের ওয়েব ফিল্ম অন্ধকারের গান। সিনেমা-সিরিজ নিয়ে লেখালেখি হয়, এমন একটি ফেসবুক গ্রুপে অন্ধকারের গান–এর পোস্টার ভাগাভাগি করে এক ভক্ত লিখেছেন, ‘খেলা হবে।’ সেখানে মন্তব্যে আরেকজন লিখেছেন, ‘ওসি হারুন–খ্যাত অভিনেতা আর রেডরাম নির্মাতা এক হলে তো কথাই নেই।’
ওয়েব ফিল্মটিতে আরও আছেন জাকিয়া বারী মম। মহানগর ওয়েব সিরিজে এর আগে মোশাররফ করিমের সঙ্গে মমকে পাওয়া গিয়েছিল। দীর্ঘ বিরতির পর ভিকি জাহেদের পরিচালনায় আবার একজোট হচ্ছেন তাঁরা। গত মাসে ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল, থ্রিলার, রহস্য গল্প দিয়ে আলোচনায় থাকা ভিকি এবার ফিরছেন ভিন্নভাবে।
অন্ধকারের গান–এ কী আছে? প্রায় তিন মিনিটের ট্রেলার থেকে যেটা ধারণা করা যায়, সেটাই আগে বলা যাক। গ্রামে পরিবার রেখে শহরে কাজ করে মুকুল। প্রতি মাসে বাড়িতে টাকা পাঠায়। এর মধ্যে হঠাৎ করে টাকা পাঠানো কমে যায়। অন্যদিকে শহরে আবার সে প্রেমে পড়ে। জীবনের নানা টানাপোড়েনে আবার দ্বিতীয় বিয়ে নিয়ে ভ্রান্ত এক ধারণায় আটকে যায়। একটি অপরাধ থেকে মুকুল একসময় নানা অপরাধে জড়াতে থাকে। এর মধ্যে পাপের সঙ্গে প্রকৃতির সম্পর্ক তুলে ধরেছেন এই পরিচালক।
তবে সিনেমার প্রধান চরিত্রের অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে অনেক কথাই বললেন ভিকি জাহেদ। জানান, দীর্ঘদিন ধরেই তাঁর ইচ্ছা ছিল পছন্দের এই অভিনেতাকে নিয়ে শুটিং করার, সুযোগ হচ্ছিল না। মোশাররফ করিমকে পেয়ে তাই তিনি উচ্ছ্বসিত, ‘মোশাররফ করিম ভাইয়ের অনেক কাজ দেখে বড় হয়েছি। তিনি জনপ্রিয় সব চরিত্র আমাদের উপহার দিয়েছেন। কাজ শুরুর পর থেকেই আমার ইচ্ছা ছিল, ভাইয়ের সঙ্গে শুটিং করব। এবার সেই ইচ্ছা পূরণ হয়েছে। দর্শকেরও আশা পূরণ হবে, আশা করছি।’
মুকুল চরিত্রের অভিনেতা মোশাররফ করিম ওয়েব সিরিজটি নিয়ে বলেন, ‘ভিকি জাহেদের সঙ্গে আমার প্রথম কাজ। নতুন বছরে নতুন কাজটি নিয়ে আসছি আমরা। যেখানে একদমই নতুন একটা চরিত্রে কাজ করেছি। চরিত্রটি দর্শকের ভালো লাগবে।’
অন্ধকারের গান ওয়েব সিনেমায় আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মনিরা আক্তার মিঠু, রাশেদ মামুন অপু, শাহনাজ সুমি।