সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে ‘শাটিকাপ’। সিনেমার প্রযোজক রেদওয়ান রনির হাতে পুরস্কার তুলে দেন অপি করিম
সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে ‘শাটিকাপ’। সিনেমার প্রযোজক রেদওয়ান রনির হাতে পুরস্কার তুলে দেন অপি করিম

সেরা ওয়েব সিরিজ ‘শাটিকাপ’, পরিচালক নুহাশ হুমায়ূন

মেরিল প্রথম আলো পুরস্কার ২০২২–এ সেরা ওয়েব সিরিজের (সমালোচক) পুরস্কার পেয়েছে ওয়েব সিরিজ ‘শাটিকাপ’। চরকির সিরিজটি নির্মাণ করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম।

আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকার শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে সিরিজটির প্রযোজক, চরকির সিইও রেদওয়ান রনির হাতে ক্রেস্ট তুলে দেন অভিনেত্রী অপি করিম। ‘শাটিকাপ’ ছাড়াও এই বিভাগে মনোনয়ন পেয়েছিল ‘কারাগার’ ও ‘পেট কাটা ষ’।

ওয়েব সিরিজ (সমালোচক) সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ‘পেট কাটা ষ’ নির্মাতা নুহাশ হুমায়ূন। তাঁকে পুরস্কার তুলে দেন ইন্তেখাব দিনার ও অপি করিম। নুহাশ ছাড়াও সেরা পরিচালকের মনোনয়ন পেয়েছিলেন মোহাম্মদ তাওকী ইসলাম ও সৈয়দ আহমেদ শাওকী।

এর আগে সন্ধ্যা ছয়টায় জমকালো আয়োজনে অনুষ্ঠান শুরু হয়। শুরুতে ভরতনাট্যম, কত্থক ও মণিপুরি নাচ দিয়ে পরিবেশনা শুরু হয়। দেশের শীর্ষস্থানীয় তারকাদের উপস্থিতিতে এ আয়োজন পরিণত হয়েছে মিলনমেলায়। হাজির হয়েছেন নবীন, প্রবীণ ও খ্যাতিমান সব তারকা।