‘ডুন ২’, ‘আর ইউ শিওর?’, ‘এমিলি ইন প্যারিস ৪’, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছাড়াও আগস্টে মুক্তির তালিকায় আছে বেশ কয়েকটি সিনেমা, সিরিজ ও তথ্যচিত্র। কোলাজ
‘ডুন ২’, ‘আর ইউ শিওর?’, ‘এমিলি ইন প্যারিস ৪’, ‘কল্কি ২৮৯৮ এডি’ ছাড়াও আগস্টে মুক্তির তালিকায় আছে বেশ কয়েকটি সিনেমা, সিরিজ ও তথ্যচিত্র। কোলাজ

দেখতে পারেন এই ১০ সিনেমা-সিরিজ

চলতি আগস্ট মাসে ওটিটি প্ল্যাটফর্মগুলোতে মুক্তি পাচ্ছে একগুচ্ছ সিনেমা ও সিরিজ। এর মধ্য থেকে রইল ১০টি সিনেমা-সিরিজের খোঁজ।

‘দ্য ইনস্টিগ্রেটর’
কমেডিধর্মী এই ওয়েব সিনেমাটি বানিয়েছেন গাড লারম্যান। তারকাবহুল সিনেমাটিতে দেখা যাবে ম্যাট ডেমন, কেসি অ্যাফ্লেককে। এটি আজ সীমিত আকারে যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। আগামী ৯ আগস্ট থেকে দেখা যাবে অ্যাপল টিভি প্লাসে।
সিনেমার গল্প দুই ডাকাতকে নিয়ে। বড় এক দাঁও মারার পরিকল্পনা করে দুজন, কিন্তু কিছু পরিকল্পনামাফিক হয় না। অগত্যা পালাতে হয় তাঁদের। এই পলায়ন পর্বে ঘটতে থাকে মজার সব ঘটনা।

‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার পোস্টার থেকে। আইএমডিবি

‘কল্কি ২৮৯৮ এডি’
চলতি বছরের সবচেয়ে আলোচিত ভারতীয় সিনেমাগুলোর মধ্যে একটি। নাগ অশ্বিন পরিচালিত এই সায়েন্স ফিকশন ঘরানার সিনেমাটি গত ২৭ জুন প্রেক্ষাগৃহে মুক্তির পর ১ হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে। আগস্টে সিনেমাটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন কমল হাসান, অমিতাভ বচ্চন, প্রভাস, দীপিকা পাড়ুকোন প্রমুখ।

‘মডার্ন মাস্টার্স: এস এস রাজামৌলি’
‘মাগাধিরা, ‘মক্ষী’, ‘বাহুবলী’ থেকে ‘আরআরআর’—নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ভারতীয় নির্মাতা এস এস রাজামৌলি। তাঁকে নিয়ে এ তথ্যচিত্রটি যৌথভাবে নির্মাণ করেছেন রাঘব খান্না ও তানভি আজিঙ্কা। তথ্যচিত্রটিতে রাজামৌলিকে নিয়ে কথা বলেছেন জেমস ক্যামেরন, জো রুশো, করণ জোহর, প্রভাস থেকে অনেকেই। এটি আজ নেটফ্লিক্সে মুক্তি পাবে।

‘‘আর ইউ সিওর?’’–এর দৃশ্য। ডিজনি প্লাস হটস্টার

‘আর ইউ সিওর?’
আলোচিত কোরীয় ব্যান্ড বিটিএসের ভক্ত ছড়িয়ে আছেন বিশ্বজুড়ে। ব্যান্ডের দুই তারকা জিমিন ও জাংকুককে দেখা যাবে এই ট্রাভেল রিয়েলিটি শোতে। ৮ আগস্ট এটি মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। এর আগে এই শোর ট্রেলার মুক্তির পরই অন্তর্জালে ঝড় তোলে। ট্রেলারে ছুটির মেজাজে দেখা গেছে দুই ব্যান্ড তারকাকে। গাড়িতে ঘুরছেন, নৌকায় ভেসে বেড়াচ্ছেন, কখনো দেখা গেছে ক্যাম্প ফায়ারে। গানের বাইরে তাঁদের আটপৌরে জীবন দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

‘নাইট সুইম’
এক পরিবার নতুন বাড়িতে ওঠে। কিন্তু এরপরই বাড়িতে শুরু হয় রহস্যময় কর্মকাণ্ড। যার পেছনে আছে বাড়ির ‘অতীত ইতিহাস’। এমন গল্প নিয়েই ব্রায়স ম্যাকগুয়ারের অতিপ্রাকৃত থ্রিলার ঘরানার ছবিটি। এতে অভিনয় করেছেন হোয়াইট রাসেল, কেরি কনডন প্রমুখ। সিনেমাটি ১৩ আগস্ট অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে।

‘এমিলি ইন প্যারিস ৪’ আসছে আগস্টেই। নেটফ্লিক্স

‘এমিলি ইন প্যারিস ৪’
প্যারিসে আসা এক মার্কিন তরুণীর জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নির্মিত সিরিজটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। ১৫ আগস্ট নেটফ্লিক্সে মুক্তি পাবে সিরিজটির চতুর্থ মৌসুমের প্রথম পাঁচ পর্ব। বাকি পাঁচ পর্ব মুক্তি পাবে আগামী ১২ সেপ্টেম্বর। এবারের মৌসুমেও সম্পর্ক নিয়ে দ্বিধাগ্রস্ত এমিলিকে দেখবেন দর্শক। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন লিলি কলিন্স।

‘নো গেইন নো লাভ’
নতুন এই কোরীয় সিরিজটির গল্প সন হে-ইয়ংকে নিয়ে। এক অদ্ভুত কারণে সে বিয়ে করে। এরপর পর কী হয়, তা নিয়ে এগিয়েছে কিম-জিওং-সিকের সিরিজটি। এতে অভিনয় করেছেন শিন মিন-এ, কিম ইয়ং-ডায়ে, লি সাং-ই প্রমুখ।

‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার ২’–এর পোস্টার। আইএমডিবি

‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার ২’
আলোচিত ফ্যান্টাসি সিরিজটির দ্বিতীয় মৌসুম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ২৯ আগস্ট। এদিন আট পর্বের সিরিজটির প্রথম তিন পর্ব মুক্তি পাবে।

বাকি পর্বগুলো পর্যায়ক্রমে আগামী ৩ অক্টোবর পর্যন্ত মুক্তি পাবে। এতে অভিনয় করেছেন মরফিড ক্লার্ক, ইসমায়েল ক্রুজ করডোভা, চার্লি ভিকারস প্রমুখ।