‘নোহয়ার’ সিনেমার দৃশ্য। আইএমডিবি
‘নোহয়ার’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

মাঝসমুদ্রে বেঁচে থাকার গল্প

দেশ ছাড়তে মরিয়া এক নারী স্পেন থেকে চড়ে বসে পণ্যবাহী জাহাজের কনটেইনারে। এরপর মাঝসমুদ্রে কী হয়, তিনি সন্তান জন্মদান করতে পারেন কি না, এসব নিয়ে সারভাইভ্যাল থ্রিলার সিনেমা নোহয়ার-এর গল্প। গত ২৯ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই আলোচনায় সিনেমাটি। মুক্তির দুই সপ্তাহ পার হয়ে গেলেও নেটফ্লিক্সের গ্লোবাল টপ চার্টের শীর্ষে রয়েছে ‘নোহয়ার’।

সিনেমাটির পরিচালক আলবার্ট পিন্টো। এর আগে মানি হাইস্ট-এর মতো তুমুল জনপ্রিয় সিরিজ নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

‘নোহয়ার’ সিনেমার দৃশ্য। আইএমডিবি

তাঁর নতুন কাজও পছন্দ করেছেন দর্শকেরা। কিন্তু কেন স্প্যানিশ সিনেমাটি এতটা জনপ্রিয়তা পেল?

মাঝসমুদ্রে একা নারীর বেঁচে থাকার গল্প অনেক দর্শকের ভালো লেগেছে। এ ছাড়া সিনেমায় মাতৃত্বের দিকটিও সাধারণ দর্শক পছন্দ করেছেন। মুক্তির মাত্র ৩ দিনেই ২৪ মিলিয়ন ভিউ হয় সিনেমাটির। তবে সমালোচকেরা খুব একটা পছন্দ করেননি সিনেমাটি।

চলচ্চিত্রবিষয়ক গণমাধ্যম কোলাইডার মনে করে, সিনেমাটিতে বিশ্বের চলমান শরণার্থী সংকটকে ভিন্নভাবে দেখিয়েছেন পরিচালক। বোঝাতে চেয়েছেন, শরণার্থী কেবল সংখ্যা নয়, তাঁদের প্রত্যেকের আলাদা গল্প রয়েছে। বিষয়টি মানুষকে আকৃষ্ট করেছে।

‘নোহয়ার’ সিনেমায় মায়ের চরিত্রে রাতারাতি পরিচিতি পেয়ে গেছেন স্প্যানিশ অভিনেত্রী আন্না ক্যাস্টিলো। ৩০ বছর বয়সী এই অভিনেত্রী অনেক দিন ধরেই কাজ করছেন, তাঁর বেশ কটি সিনেমা ও সিরিজ প্রশংসিত ও পুরস্কৃত হয়েছে; তবে নোহয়ার-এর ‘মিয়া’ চরিত্রটির জনপ্রিয়তা আগের সব চরিত্রকে ছাড়িয়ে গেছে বললেও ভুল হবে না।

‘নোহয়ার’ সিনেমার দৃশ্য। আইএমডিবি