কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।

ওয়েব চলচ্চিত্র ‘ক্যাফে ডিজায়ার’–এর পোস্টার
ছবি : চরকির সৌজন্যে

ক্যাফে ডিজায়ার
ধরন: ফিল্ম
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ২২ ডিসেম্বর
আলোচিত অ্যানথোলজি সিরিজ ঊনলৌকিক-এর পর এবার ওয়েব চলচ্চিত্র নিয়ে এসেছেন রবিউল আলম রবি। কথাসাহিত্যিক শিবব্রত বর্মনের গল্প অবলম্বনে চরকি অরিজিনাল ফিল্মটি নির্মাণ করেছেন তিনি। হাইপারলিংক সিনেমাটিতে আলাদা আলাদা পাঁচটি প্লট তুলে আনা হয়েছে। এক প্লট থেকে আরেক প্লটের সাধারণ যোগসূত্র হলো বাসনা। পৃথিবীটাকে তাঁরা বড় ক্যাফে হিসেবে দেখছেন; ক্যাফের পৃথিবীটা তৈরি হয়েছে বাসনাকে কেন্দ্র করে। ক্যাফে ডিজায়ার-এ অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, তমা মির্জা, খাইরুল বাশার, শ্যামল মাওলা, সানজিদা প্রীতি, সারিকা সাবরিন, আইশা খান, ফারহানা হামিদ, প্রিয়ন্তী উর্বী, প্রিয়াম অর্চি, বায়েজিদ হক জোয়ারদারসহ আরও অনেকে।

‘কারাগার’–এর দ্বিতীয় সিজনের পোস্টার

কারাগার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ২২ ডিসেম্বর
ওয়েব সিরিজটির প্রথম পর্ব মুক্তির পরপরই দর্শকদের মধ্যে আলোড়ন তোলে। প্রথম কিস্তির অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর মেলার কথা সিরিজের দ্বিতীয় পর্বে। এ কিস্তিতে চঞ্চল চৌধুরীকে সম্পূর্ণ ভিন্ন দুটি রূপে এখানে দেখা যাবে। চঞ্চল ছাড়াও সিরিজটিতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, আফজাল হোসেন, বিজরী বরকতউল্লাহ, তানভীন সুইটি, এ কে আজাদ সেতু, নওফেল জিসান, জয়ন্ত চট্টোপাধ্যায়, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।

মুক্তি পেয়েছে ‘জ্যাক রায়ান’–এর তৃতীয় কিস্তি

জ্যাক রায়ান
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম
দিনক্ষণ: ২১ ডিসেম্বর
মার্কিন রাজনৈতিক অ্যাকশন থ্রিলার সিরিজের তৃতীয় কিস্তি মুক্তি পেয়েছে। বরাবরের মতো এবারও সিরিজের গল্প আবর্তিত হয়েছে সিআইএর অর্থনৈতিক বিশ্লেষক জ্যাক রায়ানকে ঘিরে। চরিত্রটিতে অভিনয় করেছেন জন ক্র্যাসিনস্কি। এবারের সিজনে রয়েছে আটটি পর্ব।

‘গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি’–এর পোস্টারে ড্যানিয়েল ক্রেগ

গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২৩ ডিসেম্বর
২০১৯ সালে মুক্তির পর মিস্ট্রি থ্রিলার সিনেমা নাইভস আউট ব্যাপক জনপ্রিয় হয়। তিন বছর পর মুক্তি পেয়েছে সেটির সিকুয়েল। রায়ান জনসন পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। এ ছাড়া আছেন এডওয়ার্ড নরটন, কেট হাডসন, জেসিকা হেনউইক প্রমুখ। এবার দেখা যাবে বোনের রহস্যময় মৃত্যু তদন্তে প্রখ্যাত গোয়েন্দা বেনোয়া ব্লাঙ্ককে নিয়োগ দেন এক ব্যক্তি। এরপর কী হবে, তা নিয়েই গল্প।

‘পিচারস’–এর একটি দৃশ্য

পিচারস
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ২৩ ডিসেম্বর
দ্য ভাইরাল ফিভার বা টিভিএফের তৈরি সিরিজটির প্রথম কিস্তি মুক্তি পায় ২০১৫ সালে। ব্যাপক প্রশংসিত সিরিজটিতে অনেকেই ভারতের অন্যতম সেরা সিরিজও বলে থাকেন। সাত বছর পর মুক্তি পেয়েছে সিরিজটির দ্বিতীয় কিস্তি। একটি কোম্পানি খোলার পর চার বন্ধুর জীবনে কী হয়, তা নিয়েই এবারের গল্প। বৈভব বুন্ধু পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন নাভীন কাস্তুরিয়া, অরুনব কুমার, অভিষেক ব্যানার্জি প্রমুখ।

‘মায়া শালিক’–পোস্টার

মায়া শালিক
ধরন: ফিল্ম
স্ট্রিমিং: বিঞ্জ
দিনক্ষণ: ১৯ ডিসেম্বর
নতুন ওয়েব সিনেমা নিয়ে হাজির হয়েছেন নির্মাতা শিহাব শাহীন। ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করেছেন মায়া শালিক। রোমান্টিক ভালোবাসার এই গল্পের নায়ক হিসেবে আছেন অপূর্ব। তাঁর সঙ্গে জুটি বেঁধেছেন ফুলের নামে নামখ্যাত সাদিয়া আয়মান।