যাত্রা শুরু করল চ্যানেল আইয়ের ওটিটি প্লাটফর্ম ‘আইস্ক্রিন’। বিশ্বমানের ডিজিটাল বিনোদনের প্রতিশ্রুতি নিয়ে এসেছে চ্যানেল আইয়ের নতুন ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’। সিনেমা, ওয়েব সিরিজ ছাড়া সব ধরনের কনটেন্ট খুব সহজেই এই প্ল্যাটফর্মে দেখতে পারবেন দর্শক। বৃহস্পতিবার সন্ধ্যায় বেশ কিছু প্রিমিয়াম কনটেন্টের ঘোষণা দেন ওটিটি–সংশ্লিষ্ট ব্যক্তিরা। এদিন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর জানান, আজ রাত থেকেই সারা বিশ্বের মানুষ আইস্ক্রিনে তিনটি ছবি দেখতে পারবেন। ছবিগুলো হলো ‘বিউটি সার্কাস’, ‘দামাল’ ও ‘হাওয়া’। ‘আইস্ক্রিন’–এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন মাধ্যমের তারকা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা। সূত্র চ্যানেল আই অনলাইন।
অনুষ্ঠানে ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, আইস্ক্রিনের শুরু থেকেই আমরা দর্শকের সাড়া পাচ্ছি। গত দুই মাসের পরিসংখ্যানে দেখা গেছে, আমাদের এই প্ল্যাটফর্মে প্রত্যেক দর্শক গড়ে ১৮ মিনিট করে সময় কাটিয়েছেন। যাত্রার শুরুতে এমন ঘটনা বিরাট ব্যাপার।
তিনি বলেন, আমরা তিন হাজার ঘণ্টার কনটেন্ট দিয়ে যাত্রা শুরু করেছি। যাত্রার শুরুতে তিন হাজার ঘণ্টার কনটেন্ট মনে হয় না আর কোনো ওটিটি প্ল্যাটফর্ম দিতে পেরেছে। আমাদের আর্কাইভে প্রচুর কনটেন্ট রয়েছে। হুমায়ূন আহমেদ থেকে শুরু করে আফজাল হোসেন, সবার কনটেন্টই দর্শক পাবেন এখানে। নতুন যাঁরা করছেন, তাঁদের তো পাবেনই।
এর মধ্যে মেজবাউর রহমান সুমন পরিচালিত গেল বছরের সবচেয়ে আলোচিত ছবি ‘হাওয়া’। বাংলাদেশে মুক্তির পর টানা কয়েক মাস ধরে দেশের সিনেমা অঙ্গনে আলোচনার শীর্ষ স্থান ধরে রাখে ছবিটি। পরে দেশের গণ্ডি পেরিয়ে ভারতসহ বিশ্বের বিভিন্ন শহরে বাংলাভাষী মানুষকে মাতিয়ে রাখে ছবিটি। এ সময় নতুন তিনটি প্রিমিয়াম কনটেন্টের নাম ঘোষণা করেন তিনি। ফরিদুর রেজা সাগর জানান, ‘বিউটি সার্কাস’, ‘দামাল ও ‘হাওয়া’ আজ রাত থেকেই সারা বিশ্বের মানুষ আইস্ক্রিনে দেখতে পারবেন।
গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ‘হাওয়া’ তৈরি হয়েছে গভীর সমুদ্রের একটি ট্রলারে মধ্যে ঘটে যাওয়া ঘটনা নিয়ে। ছবিটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, নাজিফা তুষি, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল, নাসির উদ্দিন খান প্রমুখ। রায়হান রাফি পরিচালিত ‘দামাল’ তৈরি হয়েছে স্বাধীন বাংলা ফুটবল টিমকে ঘিরে। ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে সিনেমাটি দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে দর্শকপ্রিয়তা পেয়েছে।
ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’–এ অভিনয় করেছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, বিদ্যা সিনহা মিম। তারকাবহুল এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাহনাজ সুমি, সুমিত, রাশেদ অপু, ইন্তেখাব দিনারসহ অনেকে। একই দিনে দর্শক স্ট্রিমিং করতে পারবেন ইমপ্রেস টেলিফিল্মের আরেক ছবি ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছন জয়া আহসান।
জানা গেছে, নতুন এই ওটিটি প্ল্যাটফর্মে দর্শকের সুবিধার কথা চিন্তা করে সাবস্ক্রিপশনে তিনটি প্ল্যান রয়েছে। আইস্ক্রিনে এক মাস, ছয় মাস ও এক বছরের তিনটি সাবস্ক্রিপশন প্ল্যান থাকবে। ত্রিশ দিনের সাবস্ক্রিপশন ফি রাখা হয়েছে মাত্র ২৫ টাকা। ছয় মাস ও এক বছরের সাবস্ক্রিপশন ফি যথাক্রমে ১২৫ ও ২২৫ টাকা।
বৃহস্পতিবারের অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আফজাল হোসেন, আফসানা মিমি, ওমর সানী, মৌসুমী, চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, শরিফুল রাজ, পরীমনি, নাজিফা তুষিসহ আরও অনেকে।
শুরুতে আইস্ক্রিন সম্পর্কে প্রাথমিক তথ্য তুলে ধরেন এর প্রকল্প পরিচালক ও চিত্রনায়ক রিয়াজ উদ্দিন আহমেদ (রিয়াজ)। গালা ইভিনিংয়ের আয়োজনটিকে তিনি ‘বিনোদনের স্মার্ট দুনিয়ায় ঐতিহাসিক রাত’ বলেও উল্লেখ করেন।