‘পয়জন’ সিনেমার দৃশ্যে তানজিন তিশা ও আবু হুরায়রা তানভীর
‘পয়জন’ সিনেমার দৃশ্যে তানজিন তিশা ও আবু হুরায়রা তানভীর

এক নায়িকার হাজার লড়াইয়ের গল্প

টানা তিনটি সিনেমা ফ্লপের পর সুপারহিট সিনেমার দেখা পেয়েছেন চিত্রনায়িকা রুপা মির্জা। অনবদ্য অভিনয়ের সুবাদে পুরস্কারও বাগিয়েছেন তিনি। ক্যারিয়ারের সেরা সময় পার করছিলেন তিনি। নিজের সাফল্য উদ্‌যাপনে আলোঝলমলে পার্টির আয়োজন করেন রুপা। সেই পার্টিতে শূন্য থেকে শিখরে ওঠা রুপা মির্জার অন্ধকার অতীত সামনে আসে। শত্রু ও মিত্র, মুখ ও মুখোশের গোলকধাঁধায় পুরোনো ক্ষত, পাপ কিংবা লোভের গল্পে রাত বাড়তে থাকে আর বাড়তে থাকে লাশ।

এমনই এক নায়িকাজীবনকে ওয়েব চলচ্চিত্র পয়জন–এ তুলে ধরেছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। চিত্রনায়িকাকে স্বপ্নের পথে হাঁটতে গিয়ে কী কী লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়, সেই গল্প পর্দায় তুলে ধরা হয়েছে। গতকাল সোমবার দীপ্ত প্লেতে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা; যিনি নায়িকা রুপা মির্জার চরিত্রে হাজির হয়েছেন।

চলচ্চিত্রের মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তানজিন তিশা; যিনি নায়িকা রুপা মির্জার চরিত্রে হাজির হয়েছেন
ছবি: পরিচালকের সৌজন্যে

নায়িকা চরিত্রে অভিনয়ের প্রস্তাব পাওয়ার পর তিশা একটু দ্বিধায় ছিলেন। তাঁর ভাষ্যে, তিনি কখনো সিনেমায় অভিনয় করেননি। ফলে নায়িকাদের জীবন কেমন, সেটা নিয়ে খুব একটা ধারণা নেই। তিশা বলেন, ‘এই চরিত্রে অভিনয় করার আগে আমি একজন নায়িকার জীবনযাপনও রপ্ত করেছি। আমাকে জানতে হয়েছে, একজন নায়িকাকে কাজ করতে গিয়ে কী ডিল করতে হয়। আমি অনেক সিনেমা দেখেছি। যেহেতু আমি সিনেমার নায়িকা নন, তাই রুপা মির্জা হতে গিয়ে একজন সিনেমার নায়িকাকে স্টাডি করতে হয়েছে। আশা করছি, দর্শক আমার কাজ দেখে হতাশ হবেন না।’

ছবির বিষয়বস্তু নিয়ে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ‘প্রয়োজনের অতিরিক্ত যেকোনো কিছু বিষ। কিন্তু জীবনের প্রয়োজনীয়তার সীমা আমরা প্রায়ই নির্ধারণ করতে পারি না। সেখান থেকেই জন্ম নেয় বেঁচে থাকার নানা সমীকরণ। পরিশ্রম, মেধা, কিংবা প্রতারণা—নানাভাবে জীবনের সেই সমীকরণ মেলানোর চেষ্টা চলে কিন্তু জীবনের গল্প তো আসলে লেখে অন্য কেউ।’

সিনেমায় একজন নায়কের চরিত্রে অভিনয় করেছেন আবু হুরায়রা তানভীর। গল্পে দেখা যাবে, সিনেমায় তিনি প্রতিষ্ঠা পাননি। প্রসঙ্গত, এবারই প্রথম পরিচালক সঞ্জয় ও অভিনেত্রী তিশার সঙ্গে কাজ করেছেন তানভীর।

তানভীর বলেন, ‘আমার চরিত্রের মধ্যে অভিনেতারা নিজেদের খুঁজে পাবেন। প্রত্যেক অভিনেতার জীবনেও একটা সংগ্রাম থাকে। অভিনেতাদের পাশাপাশি দর্শকেরাও চরিত্রটির সঙ্গে কানেক্ট করতে পারবেন। কাজটা ভীষণ উপভোগ করেছি। আশা করছি, দর্শকদেরও ভালো লাগবে।’

আবু হুরায়রা তানভীর

দীপ্ত টিভির হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম বলেন, ‘সবার বিনোদনের কথা মাথায় রেখে দীপ্ত প্লেতে একদিকে যেমন অরিজিনাল ফিল্ম রিলিজ হচ্ছে, তেমনি প্রতিদিনই দেশি–বিদেশি সিরিজ মুক্তি পাচ্ছে। পয়জন নতুন ধরনের গল্পের অরিজিনাল ফিল্ম। আশা করছি, দর্শক এটি দারুণ উপভোগ করবেন।’
মামুনুর রশিদ তানিমের রচনায় এবং সঞ্জয় সমদ্দারের পরিচালনায় এই ওয়েব সিনেমায় তানজিন তিশা, তানভীর ছাড়াও অভিনয় করেছেন টাইগার রবি, রওনক রিপন, আবদুল্লাহ আল সেন্টু, এ কে আজাদ সেতু, এস এম সোহাগ প্রমুখ।


গতকাল সোমবার সন্ধ্যায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে পয়জন-এর প্রিমিয়ার হয়েছে। এতে দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, সিইও ফুয়াদ চৌধুরী, হেড অব ডিজিটাল মিডিয়া মোহাম্মদ আবু নাসিম, পয়জন–এর পরিচালক সঞ্জয় সমদ্দার, প্রধান চরিত্রের তানজিন তিশা ও আবু হুরায়রা তানভীর, দীপ্ত টিভির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং অন্যান্য শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন।