‘মশারি’, ‘পেট কাটা ষ’সহ ভৌতিক গল্পে নির্মিত সিনেমা নিয়ে আলোচনা করেন নির্মাতা নুহাশ হুমায়ূন
‘মশারি’, ‘পেট কাটা ষ’সহ ভৌতিক গল্পে নির্মিত সিনেমা নিয়ে আলোচনা করেন নির্মাতা নুহাশ হুমায়ূন

লিট ফেস্ট

বড় পর্দায় ‘পেট কাটা ষ’ ও ‘মশারি’ দেখতে ভিড়

চরকির ওয়েব সিরিজ ‘পেট কাটা ষ’ দেখা গেল বড় পর্দায়। গতকাল লিট ফেস্টের উদ্বোধনী দিনে বাংলা একাডেমির ভাস্কর নভেরা হলে প্রদর্শিত হয়েছে আলোচিত সিরিজটি। শো শুরুর আগেই দর্শকেরা ভিড় করতে থাকেন, কিছুক্ষণের মধ্যে সব আসন পূর্ণ হয়ে যায়। জায়গা না পেয়ে অনেকে পেছনে দাঁড়িয়ে কিংবা মেঝেতে বসে সিরিজটি উপভোগ করেছেন।

ভৌতিক ঘরানার চারটি ভিন্ন গল্প নিয়ে অ্যান্থোলজি সিরিজটি নির্মাণ করেন নির্মাতা নুহাশ হুমায়ূন। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই সিরিজ। গত বছরের এপ্রিলে চরকিতে মুক্তি পায় এ সিরিজ।

ফারিয়া মাহবুব নামের এক দর্শক বলেন, ‘মোবাইলে সিরিজটি দেখেছি, খুব ভালো লেগেছে। এবার বড় পর্দায় দেখলাম, ভিন্ন রকমের অভিজ্ঞতা হলো।’

মর্যাদাপূর্ণ রটারড্যাম চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশনে জায়গা পেয়েছে ‘পেট কাটা ষ’; জানুয়ারির শেষ ভাগে এই উৎসবে সিরিজটির সিনেমা সংস্করণের আন্তর্জাতিক প্রিমিয়ার হবে। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, চঞ্চল চৌধুরী, কাজী নওশাবা আহমেদ, সোহেল মণ্ডল, শিরিন আক্তার শিলা, মোরশেদ মিশু, সাঈদা তাসলিমা হোসান নদী, প্রীতম হাসান ও মাসুদা খান।

শিল্পী অপরাজিতা মোস্তফার প্রশ্নের জবাব দেন নির্মাতা নুহাশ

এর আগে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বেলা পৌনে তিনটায় নুহাশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘মশারি’ প্রদর্শিত হয়েছে; হলভর্তি দর্শক সিনেমাটি উপভোগ করেছেন। প্রদর্শনী শেষে ‘মশারি’, ‘পেট কাটা ষ’সহ নিজের কাজ নিয়ে শিল্পী অপরাজিতা মোস্তফার প্রশ্নের জবাব দেন নির্মাতা নুহাশ, দর্শকের প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি।

তরুণ নির্মাতাদের উদ্দেশে নুহাশ বলেন, ‘অনেকেই কনটেন্ট নির্মাণের চেষ্টা করেন, অনেকেই একটা কিছু বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করেন। নির্মাতাদের মধ্যেও অনেকে ট্রেন্ডকে অনুসরণ করেন। ভাইরাল, লাইক ও ভিউজের জন্য অনেকে কাজ করেন। কিন্তু এর বাইরে গিয়ে নির্মাতাদের কাজ করতে হবে। যেটা হৃদয় থেকে আসবে, কাজটা এখন ভাইরাল না হলেও টিকে থাকবে।’

দর্শকের প্রশ্নের উত্তরও দিয়েছেন নুহাশ হুমায়ূন

সিনেমার প্রদর্শনের বাইরে লিট ফেস্টে গান ও যাত্রাপালার আয়োজনও ছিল। শিল্পসাহিত্য নিয়ে চার দিনব্যাপী এ উৎসবে প্রতিদিনই নানা সাংস্কৃতিক আয়োজন থাকছে।

আজ শুক্রবার বাংলা একাডেমির নভেরা হলে প্রদর্শিত হবে ছয়টি সিনেমা, এর মধ্যে রয়েছে ‘কাঁঠাল’, ‘বাংলা সার্ফ গার্লস’, ‘বাগানিয়া’, ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, ‘হিরোইনস ওয়ান নাইট’ ও ‘প্রিয় সত্যজিৎ’। আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রদর্শিত হবে অস্কারজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন অভিনীত সিনেমা ‘অরনাল্ডো’; প্রদর্শনের আগে আলোচনায় অংশ নেবেন এই অভিনেত্রী।