গেল বছরের আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’ নির্মাতা রায়হান রাফীর ছবিগুলোর মধ্যে একটি মিল থাকে, সত্য ঘটনার নির্যাস। যদিও মুক্তির আগে বরাবরই সেই বিষয়টি এড়িয়ে যান সফল এ তরুণ নির্মাতা। কিন্তু ছবি মুক্তির পর দর্শক কোথাও না কোথাও মিল খুঁজে পান। তবে নির্মাণের মুনশিয়ানায় পুরো বিষয়টি নিজের আয়ত্তে রেখে দেন, প্রশংসিতও হন।
চলতি মাসেই আসছে রাফীর নির্মাণে নতুন সিনেমা ‘অমীমাংসিত’। নামেই রহস্যের গন্ধ স্পষ্ট। গত সোমবার ১২ ফেব্রুয়ারি যখন এর টিজার ছাড়া হলো অন্তর্জালে, তখন দর্শক বলছে, এটিও সত্য ঘটনা অবলম্বনে বানিয়েছেন রাফী। কী সেই সত্য? সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকের মন্তব্য থেকে আঁচ করা যায়, তাঁরা চঞ্চলকর দম্পতি হত্যাকাণ্ডের দিকে ইঙ্গিত করছেন। এক যুগ পেরিয়ে গেলেও সেই ঘটনার রহস্য এখনো উন্মোচিত হয়নি। তবে কি সেই অমীমাংসিত ঘটনাই পর্দায় তুলে আনছেন ‘পরাণ’ নির্মাতা? জবাব দিলেন না। বরাবরের মতো অপেক্ষা করতে বললেন দর্শককে; অর্থাৎ ছবিটি দেখলেই সব বোঝা যাবে। এর মধ্যেই মুক্তি পায় ওয়েব সিরিজটির পোস্টার।
প্রকাশ্যে আসা ৪০ সেকেন্ডের টিজারে হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লিখিত সংলাপ আকারে তুলে ধরা হয়েছে। সেগুলো এ রকম—‘খুনগুলো হয়েছে আনুমানিক রাত দেড়টা থেকে দুইটার মধ্যে। ধারণা করছি, এটা কোনো চুরি–ডাকাতির কেস...’, ‘সাংবাদিক, প্রতিবেশী, আত্মীয়স্বজন সবাই ক্রাইম জোনের আলামত নষ্ট করেছে। আমার করার কী ছিল?’, ‘ওদের কেউ মারেনি। ওরা নিজেরাই নিজেদের খুন করেছে’, ‘এটা নিশ্চিত পরকীয়া কেস! নইলে সেদিন...।’ এমন সব সংলাপ।
টিজারের পর ওয়েব ফিল্মটির পোস্টারও প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফী। যেখানে দেখা গেল, এর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ ও তানজিকা আমিন। কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে ইমতিয়াজ বর্ষণ জানান, অন্য কাজগুলোর তুলনায় এটি একদমই আলাদাভাবে নির্মাণ করেছেন রাফী।
বর্ষণ বলেন, ‘শুরু থেকেই রায়হান রাফী চেষ্টা করেছিলেন আলাদাভাবে কাজটি বানানোর। সেভাবেই শুটিং করা। আলাদা বলতে, আমাদের এই সিরিজে গল্পের প্রয়োজনে লং টেকের শর্ট রয়েছে। কিছু কিছু দৃশ্য ৩-৪ মিনিট করে। মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে। যে কারণে নতুন একটি ভিজ্যুয়াল লুক পাবেন দর্শকেরা।’ তবে তাঁদের পেছনে কয়েকজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন; যাঁদের মুখে কালো কাপড় বাঁধা! তাঁরা কারা? জানা গেছে, ২৯ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে ছবিটি।