প্রায় আড়াই মাসের বিরতির পর নতুন ওয়েব কনটেন্ট নিয়ে আসছে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকি। ৫ সেপ্টেম্বর মুক্তি পাবে নতুন ওয়ব ফিল্ম ‘ফরগেট মি নট’। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সিনেমাটি সম্পর্কে ৭ তথ্য।
বিনোদন ডেস্ক
প্ল্যাটফর্মটির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের চতুর্থ ওয়েব ফিল্ম ‘ফরগেট মি নট’। নাম দেখে আন্দাজ করা যায়, সম্পর্কের নানা দিক নিয়ে তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। এর আগে মুক্তি পাওয়া ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের অন্য ওয়েব ফিল্মগুলো হলো ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘মনোগামী ও ‘কাছের মানুষ দূরে থুইয়া’। আগের সিনেমাগুলো যেমন দর্শকেরা পছন্দ করেছেন, পরিচালকের আশা ‘ফরগেট মি নট’ও দর্শকদের চাহিদা মেটাবে। চরকি ওয়েব ফিল্মের নির্মাতা রবিউল আলম রবি। এর আগে চরকিতে তাঁর নির্মিত ‘ঊনলৌকিক’ ও ‘ক্যাফে ডিজায়ার’ মুক্তি পেয়েছে। দুটি কনটেন্টই দেশ-বিদেশের সমালোচকদের কাছে প্রশংসা পেয়েছে। রবির নির্মাণশৈলী ও সংলাপ নিয়ে আলোচনা হয়েছে অন্তর্জালে। নতুন ওয়েব ফিল্মটি নিয়ে অবশ্য এখনই তেমন কিছু বলতে চান না নির্মাতা। চরকি
বিজ্ঞাপন
‘ফরগেট মি নট’-এ অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পীরা। আছেন মেহজাবীন চৌধুরী, ইয়াশ রোহান, বিজরী বরকতউল্লাহ, ইরফান সাজ্জাদসহ অনেকে। চরকি ২৯ আগস্ট রাতে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্টার প্রকাশের মাধ্যমে জানানো হয় এর মুক্তির তারিখ। পোস্টারে একে অপরের দিকে তাকিয়ে আছেন ইয়াশ রোহান ও মেহজাবীন। চরকি
বিজ্ঞাপন
দর্শকদের অপেক্ষা অবশ্য শুরু হয়ে গেছে। ‘ফরগেট মি নট’-এর মুক্তির তারিখ ঘোষণা পোস্টারের মন্তব্যের ঘরে কাজটি দেখার অপেক্ষার কথা জানিয়েছেন অধিকাংশ দর্শক। গত বৃহস্পতিবার রাত ৯টা ১৬ মিনিটের প্রকাশিত পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। চরকি
ওয়েব ফিল্মে এবার প্রথম দেখা যাবে ইয়াশ ও মেহজাবীন জুটিকে। তাঁদের রসায়ন দেখতে মুখিয়ে আছেন দর্শকেরা। চরকি বিরতির পর নতুন কাজ নিয়ে আসছেন নির্মাতা রবি। তাঁর কাজ নিয়েও দর্শকের আলাদা আগ্রহ আছে। চরকি