‘গোলাম মামুন’ সিরিজে গোয়েন্দা কর্মকর্তা চরিত্র সাবিলা নূর
‘গোলাম মামুন’ সিরিজে গোয়েন্দা কর্মকর্তা চরিত্র সাবিলা নূর

চেনা সাবিলা, অচেনা সাবিলা

চর্চিত প্রেমিকার চরিত্র থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী সাবিলা নূর। ঈদে মুক্তি পাওয়া ‘গোলাম মামুন’ সিরিজের এক চৌকস গোয়েন্দা কর্মকর্তা চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন তিনি।

সাবিলা নূরকে বরাবরই প্রেমিকা চরিত্রে দেখেছেন দর্শক। রোমান্টিক নাটকের নিয়মিত মুখ সাবিলা বছর তিনেক ধরে নিজেকে ভাঙছেন; গড়ছেন। গৎবাঁধা প্রেমের নাটকের বাইরে একের পর এক বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরছেন।

সাবিলার ক্যারিয়ারের এই বাঁকবদলটা ক্রমেই প্রকাশ্যে আসতে থাকে। পবিত্র ঈদুল আজহায় হইচইয়ে মুক্তি পাওয়া ‘গোলাম মামুন’ সিরিজে গোয়েন্দা কর্মকর্তা রাহী চরিত্রে আলাদাভাবে নজর কেড়েছেন তিনি।

পরিপাটি পোশাক, হাতে পিস্তল, চোখে-মুখে দৃঢ়তায় সাবিলাকে দেখে দর্শকদের কেউ কেউ বলছেন, এমন সাবিলাকে আগে কখনোই দেখা যায়নি।

গোয়েন্দা কর্মকর্তা ‘রাহী’ চরিত্রে আলাদাভাবে নজর কেড়েছেন সাবিলা

মোশারফ হোসেন নামের আরেক দর্শক ফেসবুকে লিখেছেন, ‘এতটা সাবলীল অভিনয়ে সাবিলাকে এর আগে দেখা যায়নি। আমি অন্তত দেখিনি।’

‘ফিল্মিম্যান’ নামে এক ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘রাহি চরিত্রটি সাবিলা নূরের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে। অ্যাকশন দৃশ্যগুলোতেও অসাধারণ ছিলেন সাবিলা। বুদ্ধিমত্তা এবং নির্মাতার সুনিপুণ পরিচালনায় “রাহী” চরিত্রটি রহস্যে ঘেরা ছিল।’

গোলাম মামুন নির্মাণ করেছেন শিহাব শাহীন। এতে নামভূমিকায় অভিনয় করেছেন অপূর্ব।

রাহি চরিত্রের প্রস্তাব পাওয়ার পর খানিকটা দ্বিধায় ছিলেন সাবিলা। ভেবেছিলেন, এমন চ্যালেঞ্জিং চরিত্র ঠিকমতো তুলে ধরতে পারবেন কি না, তা নিয়ে সংশয় ছিল। শেষ পর্যন্ত চ্যালেঞ্জটা নিয়েই ছেড়েছেন।

সাবিলা নূর

গত মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে উড়াল দেওয়ার আগে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে সাবিলা বললেন, ‘তাঁর (শিহাব শাহীন) শেষ কয়েকটা কাজ দর্শক খুবই পছন্দ করেন। তাঁর গল্প বলার ধরনটা ভীষণ ভালো। তাঁর সঙ্গে অনেক নাটকে কাজ করেছি, এবার ওটিটিতে করলাম।’

রাহি চরিত্রটি ধারণে নিয়মিত শারীরিক কসরত করতে হয়েছে তাঁকে; সঙ্গে প্রশিক্ষণ তো ছিলই। প্রচণ্ড গরমের মধ্যে সিরিজের দৃশ্যধারণ করেছেন শিল্পীরা।

সিরিজটি মুক্তির পর দর্শকদের ভালোবাসায় আপ্লুত হয়েছেন তিনি। সাবিলা বললেন, ‘সিরিজটি মুক্তির পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি। সিরিজের গল্পটা ভালো। আমরা সৎভাবে কাজটা করেছি।’

সাবিলা নূর

সাবিলার বদলে যাওয়া

আড়াই বছর ধরে বৈচিত্র্যময় চরিত্রে নিজেকে মেলে ধরেছেন সাবিলা নূর। ২০২১ সালে নিজের গল্পে, নির্মাতা রাফাত মজুমদারের পারাপার নাটকে আটপৌরে গৃহবধূর চরিত্রে দেখা গেছে তাঁকে। এর আগে গ্ল্যামারহীন চরিত্রে খুব একটা পাওয়া যায়নি তাঁকে।
সেই শুরু, একের পর এক ভিন্নধর্মী চরিত্রে কাজ করে যাচ্ছেন তিনি। সাবিলার ভাষ্যে, ‘পারাপার-এ দর্শকের ভালো সাড়া পাওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করব। রাহি চরিত্রটি আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। এখন থেকে ভিন্নধর্মী চরিত্রেই কাজ করব।’

‘রাত বাকি’ নাটকে চিকিৎসক চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন সাবিলা

সম্প্রতি মুক্তি পাওয়া মুরসালিন শুভর ‘রাত বাকি’ নাটকে চিকিৎসক চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন সাবিলা। এর বাইরে ‘প্রিন্সেস ডায়না’ নাটকে যাত্রাপালার নর্তকী, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘বিদিশা’ নাটকের বিদিশাসহ বেশ কয়েকটি ভিন্নধর্মী চরিত্রে কাজ করেছেন এই অভিনেত্রী। সামনে আরও কয়েকটি চরিত্রে দেখা দেবেন তিনি।

পরিকল্পনা

হালের ছোট পর্দার অভিনয়শিল্পীরা ওটিটিতে নিয়মিত হওয়ার টিভি নাটক কমিয়ে দেন। তবে সাবিলার তেমন কোনো পরিকল্পনা নেই। তাঁর ভাষ্য, ‘নাটকের কারণেই দর্শকের এত ভালোবাসা পেয়েছি। নাটক কমিয়ে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। ভালো গল্প ও ভিন্নধর্মী চরিত্র পেলে নিয়মিত নাটক করব।’

টিভি নাটক, ওটিটি কিংবা সিনেমা—যেকোনো মাধ্যমে কাজ করতে আগ্রহী সাবিলা। ‘আমি ভালো কনটেন্টের অপেক্ষায় থাকি। যেকোনো মাধ্যমে কাজ করতে চাই।’ বলেন সাবিলা।

সাবিলা নূর

ওটিটির কাজ নিয়মিত দেখছেন তিনি। গোলাম মামুন ছাড়াও ঈদে মুক্তি পাওয়া আরেক সিরিজ কালপুরুষ দেখে মুগ্ধ হয়েছেন বলে জানান তিনি।
বড় পর্দায় অভিনয়ের পরিকল্পনা জানতে চাইলে তিনি বলেন, ‘এখন ভালো ভালো সিনেমা হচ্ছে। প্রত্যেক শিল্পীরই বড় পর্দায় দেখার ইচ্ছা থাকে। দেখা যাক, শেষ পর্যন্ত কী ঘটে।’

শাকিব খানের নতুন সিনেমায় সাবিলা নূরের অভিনয়ের খবর এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে। বিষয়টি নিয়ে এক প্রশ্নের জবাবে সাবিলা বলছেন, এটা নিয়ে আপাতত কথা বলতে চান না।

সাবিলা নূর