বিলবোর্ডে এক যুগলের ছবি
বিলবোর্ডে এক যুগলের ছবি

চরকির ‘বিলবোর্ড অব লাভ’

চরকিতে মুক্তি পেয়েছে চরকি অরিজিনাল সিনেমা ‘কাছের মানুষ দূরে থুইয়া’। শিহাব শাহীন পরিচালিত সিনেমাটি চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের দ্বিতীয় সিনেমা। গত ২২ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ ও প্রীতম হাসান।

সিনেমার প্রচারে এক ভিন্নধর্মী পরিকল্পনা করেছে চরকি। বিলবোর্ডে প্রকাশের জন্য নিজের ভালোবাসার মানুষকে শুভেচ্ছা জানিয়ে ছবি ও খুদে বার্তা চাওয়া হয়। এতে অসংখ্য মানুষ সাড়া দিয়েছেন। তাঁদের মধ্যে থেকে ভাগ্যবান কয়েকজনকে নিয়ে সাজানো হয়েছে চরকির ‘বিলবোর্ড অব লাভ’।

২৯ ফেব্রুয়ারি গুলশান-২ চত্বরে একটি বড় বিলবোর্ডে সন্ধ্যা ৬-৮টা পর্যন্ত চালানো হয় ভিডিওটি। আগে থেকে জানানো হয় অংশগ্রহণকারীদেরকে। তাঁরা তাঁদের ভালোবাসার মানুষদের সঙ্গে নিয়ে এসেছিলেন বিলবোর্ডের কাছে। কেউ এসেছিলেন স্ত্রী নিয়ে, কেউ এসেছিলেন প্রেমিক নিয়ে। আনন্দে উচ্ছ্বসিত হন অনেকেই।

তাঁদেরই একজন ফারিহা ফেরদৌস নিতু। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। স্বামীকে চমকে দিতে এই আয়োজনে অংশ নেন। অফিস শেষ করে গুলশান-২ চত্বরে আসেন, উল্টো সারপ্রাইজ তিনি নিজেই হয়েছিলেন।
তাঁর স্বামীও একইভাবে অবাক করে দিয়ে বিলবোর্ডে তাঁকে সারপ্রাইজ দেওয়ার জন্য ছবি ও খুদে বার্তা দেন। সন্ধ্যাটা তাঁদের জন্য খুব স্মরণীয় হয়ে থাকবে বলে জানান নিতু। সেই সঙ্গে চরকিকেও ধন্যবাদ জানান।