সংবাদ সম্মেলনে নির্মাতা কাজল আরেফিনের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: তাসনিয়া ফারিণের ফেসবুক থেকে
সংবাদ সম্মেলনে নির্মাতা কাজল আরেফিনের সঙ্গে অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: তাসনিয়া ফারিণের ফেসবুক থেকে

ফারিণ বললেন, অপূর্ব ভাইয়ার চোখ কথা বলে

আগামী বছরের ভালোবাসা দিবসে চমক দিতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তাঁরা জুটিবদ্ধ হয়ে নিয়ে আসছেন ‌‘হাউ সুইট’ নামের একটি ওয়েব ফিল্ম। ওটিটি প্ল্যাটফর্ম ‘বঙ্গ’র ওয়েব ফিল্ম হাউ সুইটের নির্মাতা ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত কাজল আরেফিন। প্রায় পাঁচ বছর পর অপূর্বকে নিয়ে কাজ করছেন এই পরিচালক।
ওয়েব ফিল্মটি নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী তাসনিয়া ফারিণ আর অপূর্ব। সংবাদ সম্মেলনে নির্মাতার প্রশংসা করেন দুজনেই। পাশাপাশি রোমান্টিক দৃশ্যে অপূর্ব যে কতটা পারদর্শী সেটিও প্রকাশ করলেন ফারিণ।

জিয়াউল ফারুক অপূর্ব তাসনিয়া ফারিণ এবং অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: তাসনিয়া ফারিণের ফেসবুক থেকে

অভিনেত্রী বলেন, ‘অপূর্ব ভাইয়া আমার ক্যারিয়ারের শুরুর দিক থেকেই আমার সহ–অভিনেতা। আমি যখন শুধু কাজ শুরু করেছি, ওনার মতো একজন সুপারস্টার অভিনেতা আমার মতো একজন নবাগতকে সুযোগ দিয়েছেন এবং তারপর থেকে আমাদের অনেক কাজ হয়েছে। ওয়েবে শুধু একটি কাজ হয়েছিল। ওটারও খুব ভালো সাড়া পেয়েছিলাম। এরপর অবশ্য কাজ হয়নি, সম্ভবত সেটির জন্যও আমরা অপেক্ষা করছি।’
অপূর্বর অভিনয়দক্ষতা নিয়ে ফারিণ বলেন, তিনি অভিনয়ে যেটা চান, সেটিই করে দেখাতে পারেন। ধরুন তিনি যদি চান নায়িকাকে নার্ভাস করবেন, সেটিও করতে পারবেন, যদি চান প্রেমে ফেলবেন, সেটিও পারবেন। তাঁর চোখ কথা বলে। অভিনয়ে চোখ খুব গুরুত্বপূর্ণ।

জিয়াউল ফারুক অপূর্ব। ছবি: খালেদ সরকার

ফারিণ আরও বলেন, ‘আমার মনে হয়, হাউ সুইটের মাধ্যমে নতুনভাবে অপূর্ব ভাইয়ার সঙ্গে কাজ করার সুযোগ হবে। আশা করছি বাণিজ্যিক ঘরানার একটি ওয়েব ফিল্ম আপনারা দেখতে পাবেন।’

তাসনিয়া ফারিণ

ফারিণের সুরে সুর মিলিয়েছেন অভিনেতা অপূর্বও। পরিচালক হিসেবে অমি ও অভিনেত্রী হিসেবে ফারিণের প্রশংসা করেন অপূর্ব। অভিনেতা বলেন, ‘তাসনিয়া ফারিণের সঙ্গেও আমার অনেক কাজ হয়েছে। অভিজ্ঞতা সব সময় খুব ভালো। ফারিণও এখন খুব জনপ্রিয়, তাঁকে নিয়ে কোথাও গেলে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় । সব মিলিয়ে বলতে পারি, ব্যতিক্রমী কাজ এটি।’