যে কারণে কোরীয় সিরিজটির প্রদর্শনী বন্ধ করতে বলল ভিয়েতনাম

‘লিটল ওমেন’ সিরিজের একটি দৃশ্য
ছবি : সংগৃহীত

গত ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্স মুক্তি পায় কোরীয় সিরিজ ‘লিটল ওমেন’। মুক্তির পর মিস্ট্রি, ফ্যামিলি ড্রামা ঘরানার সিরিজটি বেশ পছন্দ করেন দর্শকেরা। নেটফ্লিক্সের অ-ইংরেজিভাষী সিরিজের সেরা দশের তালিকায় কয়েক সপ্তাহ জায়গা ধরে রাখে সিরিজটি। কিম হি-উন পরিচালিত সিরিজটিতে অভিনয় করেছেন কিম গো-ইয়ুন, নাম জি-হেয়ুন, পার্ক জি-হু। সিরিজের গল্প দরিদ্র পরিবারের তিন বোনকে নিয়ে। যারা ৭০ বিলিয়ন ইয়ুন হারানোর সঙ্গে জড়িত বলে মনে করা হয়।

গত ৩ সেপ্টেম্বর নেটফ্লিক্স মুক্তি পায় কোরীয় সিরিজ ‘লিটল ওমেন’

গল্প, নির্মাণ, অভিনয় মিলিয়ে ‘লিটল ওমেন’ জনপ্রিয়তা পেলেও সিরিজটি নিয়ে আপত্তি জানিয়েছে ভিয়েতনাম। দেশটির অভিযোগ, সিরিজটিতে ভিয়েতনামের যুদ্ধ সম্পর্কে ভুল বার্তা দেওয়া হয়েছে। ভিয়েতনামের সম্প্রচার, টেলিভিশন ও ইলেকট্রনিক তথ্য বিভাগের পরিচালক এর মধ্যেই দেশটিতে সিরিজটির সম্প্রচার বন্ধের জন্য নেটফ্লিক্সে বার্তা দিয়েছেন।

‘লিটল ওমেন’ সিরিজটির নির্মাতাদের বিরুদ্ধে একটি জাপানি প্রসাধন কোম্পানির পোস্টার নকলের অভিযোগ ওঠে

ভিয়েতনামের বক্তব্য, ১২ পর্বের সিরিজের তৃতীয় ও অষ্টম পর্বে ভিয়েতনাম যুদ্ধ সম্পর্কে যা বলা হয়েছে, সেগুলো প্রকৃত সত্য নয়। তারা মনে করে, সিরিজটিতে ভিয়েতনাম যুদ্ধে দক্ষিণ কোরিয়ার ভূমিকাকে ইতিবাচকভাবে দেখানো হয়েছে। বিশেষ করে কোরীয় সেনাদের সংঘটিত যুদ্ধাপরাধের বিষয়টি। তবে সিরিজটি নিয়ে ভিয়েতনাম সরকারের আপত্তি বিষয়ে নেটফ্লিক্সের বক্তব্য পাওয়া যায়নি।

‘লিটল ওমেন’ –এর একটি দৃশ্য

‘লিটল ওমেন’ নিয়ে বিতর্কের এখানেই শেষ নয়। প্রচারের পর সিরিজটির নির্মাতাদের বিরুদ্ধে একটি জাপানি প্রসাধন কোম্পানির পোস্টার নকলের অভিযোগ ওঠে।
মুক্তির পর ‘লিটল ওমেন’ বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেলেও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে আরও বেশি গ্রহণযোগ্যতা পায়। ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান, মালেয়শিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান ও থাইল্যান্ডে নেটফ্লিক্সের টপ চার্টের শীর্ষে জায়গা পায়। সিরিজটির সর্বশেষ পর্বটি প্রচার হবে ৯ অক্টোবর।