প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র ও রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন।
‘সেকশন ৩০২’
ধরন: ওয়েব ধারাবাহিক
স্ট্রিমিং: বঙ্গ
দিনক্ষণ: ১৮ অক্টোবর
মনির এক শিক্ষিত তরুণ, যিনি চাকরি পাচ্ছেন না; বাধ্য হয়ে ডেলিভারি বয়ের চাকরি করেন। হঠাৎই তিনি জড়িয়ে পড়েন এক উটকো ঝামেলায়। ধীরে ধীরে গল্পে আসে আরও নতুন নতুন চরিত্র। শেষ পর্যন্ত কী হয় ছেলেটির জীবনে? এমন গল্প নিয়ে তৈরি হয়েছে রিয়াদ মাহমুদের প্রকল্পটি।
আজ মুক্তি পাচ্ছে এর প্রথম পর্ব আয়নামহল। শাহাজাদা শাহেদের গল্প ও চিত্রনাট্যে এতে অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার, নীল হুরেজাহান, নিশাত প্রিয়ম, জিল্লুর রহমান প্রমুখ।
‘প্যারিস হ্যাজ ফলেন’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: লায়নসগেট প্লে
দিনক্ষণ: চলমান
এক ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এক পুলিশ কর্মকর্তা ও এমআইসিক্স এজেন্ট এক হয়ে কাজ শুরু করেন। তাঁদের আশঙ্কা, প্যারিসে আরও বড় হামলার পরিকল্পনা চলছে!
এমন গল্প নিয়ে হাওয়ার্ড ওভারম্যানের অ্যাকশন সিরিজটিতে অভিনয় করেছেন মেহডি মেসকার ও তৌফিক জালাব।
‘দ্য ডেভিলস আওয়ার ২’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ১৮ অক্টোবর
ব্রিটিশ এই থ্রিলার সিরিজটির প্রথম মৌসুম মুক্তি পায় ২০২২ সালে। ছয় পর্বের সিরিজটি ব্যাপক প্রশংসিত হওয়ার পর এবার আসছে দ্বিতীয় মৌসুম।
এতে অভিনয় করেছেন জেসিকা রাইন, লুসি চ্যামবার্স, পিটার কাপালডি প্রমুখ।
‘১০০০ বেবিজ’
ধরন: সিরিজ
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১৮ অক্টোবর
এক রহস্যময় নারীর গল্প। কী তাঁর অতীত? বর্তমান নানা ঘটনার সঙ্গে তাঁর সম্পর্কই–বা কী? এমন গল্প নিয়ে তৈরি হয়েছে মালয়ালম এই হরর সিরিজটি। এর প্রধান চরিত্রে দেখা যাবে নীনা গুপ্তাকে। আরও আছেন রহমান, জয় ম্যাথু, শ্রীকান্ত মুরালি। সিরিজটি বানিয়েছেন নাজিম কয়।
‘ওম্যান অব দ্য আওয়ার’
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ১৮ অক্টোবর
অভিনেত্রী আনা কেন্ড্রিকের এ সিনেমা দিয়েই পরিচালনায় অভিষেক ঘটে। ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমাটি আলোচিত এক ক্রমিক খুনির বাস্তব ঘটনা অবলম্বনে। পরিচালনার পাশাপাশি ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আনা। এ ছাড়া আছেন ড্যানিয়েল জোভাট্টো, নিকোলেট রবিনসন। চলতি বছর টরন্টো চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় ছবিটি, এবার আসছে ওটিটিতে।