আজ রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান, দ্য ডেইলি স্টার–এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু
আজ রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান, দ্য ডেইলি স্টার–এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু

এবার ৩০ বিভাগে ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ড’

তৃতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস। আজ দুপুরে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছে ইস্পাহানি টি লিমিটেড এবং দ্য ডেইলি স্টার।

এতে জানানো হয়েছে, ২০২৩ সালের মুক্তি পাওয়া কনটেন্টের মধ্য থেকে সেরা কাজগুলোতে পুরস্কৃত করা হবে। মোট ৩০টি বিভাগে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ফিল্ম ও ড্রামার ৯টি, সংগীতের ৩টি, সমালোচকদের মাধ্যমে নির্ধারিত ১২টি ও কনটেন্ট নির্মাতাদের জন্য ৫টি ক্যাটাগরি রয়েছে।

সংবাদ সম্মেলনে ইস্পাহানি টি লিমিটেডের জেনারেল ম্যানেজার ওমর হান্নান বলেন, ‘এই উদ্যোগ বাংলাদেশের সৃজনশীল কমিউনিটিকে আরও শক্তিশালী করবে। আমরা আশা করছি, এটি আরও ইতিবাচক ও উদ্ভাবনী কনটেন্টকে অনুপ্রাণিত করবে এবং নির্মাতাদের অসাধারণ প্রতিভা দিয়ে দর্শকদের মুগ্ধ করার জন্য উৎসাহিত করবে।’

প্রথমবারের মতো এই আয়োজনে অফিশিয়াল বিনোদন সহযোগী হিসেবে যুক্ত হয়েছে টিকটক। টিকটক দক্ষিণ এশিয়ার কনটেন্ট অপারেশনের প্রধান পূজা দত্ত বলেন, ‘ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডসের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে টিকটক গর্বিত। এটি একটি প্ল্যাটফর্ম, যা সৃজনশীলতা ও সম্প্রদায়কে সমৃদ্ধ করে। আমরা উদ্ভাবনীর এ স্বীকৃতিকে সমর্থন করতে পেরে আনন্দিত।’

দ্য ডেইলি স্টার–এর চিফ বিজনেস অফিসার তাজদিন হাসান বলেন, ‘এ বছর আমাদের তৃতীয় সংস্করণ এবং আমরা আত্মবিশ্বাসী যে এই শিল্প ভবিষ্যতে আরও নতুন উচ্চতায় পৌঁছাবে।’

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন দ্য ডেইলি স্টার-এর হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস ইমরান কাদির এবং মিডিয়াকম লিমিটেডের সিইও অজয় কুমার কুন্ডু। উপস্থিত ছিলেন নির্মাতা শিহাব শাহীন, সৈয়দ আহমেদ শাওকী, শঙ্খ দাশগুপ্ত, চরকির হেড অব কনটেন্ট অনিন্দ্য ব্যানার্জি, সংগীতশিল্পী এলিটা করিম, শাহনাজ সুমি, প্রিয়ন্তী উর্বী প্রমুখ। সংবাদ সম্মেলন উপস্থাপনা করেন তরুণ অভিনেত্রী আইশা খান।

ওটিটি ও ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রির কাজকে স্বীকৃতি দিতে ২০২২ সাল থেকে দেওয়া হচ্ছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি ও ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস।