কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।

চরকি ফ্লিক ‘জাহান’–এর পোস্টার
ছবি : চরকির সৌজন্যে

জাহান
ধরন: চরকি ফ্লিক
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ২৬ জানুয়ারি
প্রায়ই কল্পনা আর বাস্তব গুলিয়ে ফেলেন জাহান। তাঁকে স্বাভাবিক জীবনে ফেরাতে চেষ্টা করেন তাঁর স্বামী শিহাব, কিন্তু পারেন না। একদিন হুট করেই একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন জাহান। পারবেন কি শিহাব জাহানকে রক্ষা করতে? ড্রামা থ্রিলারটি পরিচালনা করেছেন আতিক জামান। জাহান চরিত্রে অভিনয় করেছেন নাজিয়া হক অর্ষা। আরও আছেন মোস্তাফিজুর নূর ইমরান, শিল্পী সরকার অপু, নাঈমা তাসনীম, ইমেল হক, সাক্ষর কুণ্ডু দ্বীপ প্রমুখ।

‘লকউড অ্যান্ড কোং’ ডিটেকটিভ থ্রিলার সিরিজ

লকউড অ্যান্ড কোং
ধরন: সিরিজ
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২৭ জানুয়ারি
ঘোস্ট হান্টিং সংস্থা লকউড অ্যান্ড কোং। দুই তরুণের সঙ্গে সংস্থাটিতে যুক্ত হন এক তরুণী। তাঁদের কাঁধে বর্তায় কঠিন এক দায়িত্ব। তাঁরা কি পেরে উঠবেন? আট পর্বের ডিটেকটিভ থ্রিলার সিরিজটির প্রথম কিস্তি মুক্তি পেয়েছে। সিরিজের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রুবি স্টোকস, ক্যামেরন চ্যাপম্যান প্রমুখ।

‘জানবাজ হিন্দুস্তান কে’র পরিচালক সৃজিত মুখার্জি

জানবাজ হিন্দুস্তান কে
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ২৬ জানুয়ারি
অ্যাকশন-ড্রামা ঘরানার হিন্দি সিরিজটির পরিচালক সৃজিত মুখার্জি। আইপিএস অফিসার কাব্য আইয়ারকে নিয়ে সিরিজটির গল্প। একটি বোমা বিস্ফোরণের ঘটনা তদন্ত করতে গিয়ে বড় বিপদের মুখে পড়েন কাব্য। সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণি অভিনেত্রী রেজিনা ক্যাসান্দ্রা।

‘শটগান ওয়েডিং’[–এ আছেন জেনিফার লোপেজ

শটগান ওয়েডিং
ধরন: সিনেমা
স্ট্রিমিং: লায়নস গেট প্লে
টম ও ডারসির বিয়ের পার্টি হঠাৎই হয়ে ওঠে আতঙ্কের আসর। বিপদ থেকে মুক্ত হতে গিয়ে একটার পর একটা ঝামেলার মুখে পড়েন এই নয়া দম্পতি। রোমান্টিক অ্যাকশন কমেডি সিনেমাটির পরিচালক জেসন মুর। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লোপেজ ও জশ ডুমেল।

‘ন্যাট বারগেতজি: হ্যালো ওয়ার্ল্ড’–এর পোস্টার

ন্যাট বারগেতজি: হ্যালো ওয়ার্ল্ড
ধরন: টিভি শো
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম
দিনক্ষণ: ৩১ জানুয়ারি
জনপ্রিয় কমেডিয়ান ন্যাট বারগেতজির নতুন শো। নেটফ্লিক্সে শো করে এর আগে বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পান এই কমেডিয়ান। শোটির জন্য পরে গ্র্যামি মনোনয়নও পান।