কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহের নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
চরকিতে মুক্তি পেয়েছে ‘দ্য রেড স্লিভ’–এর ২৯ থেকে ৩২তম পর্ব
ছবি : চরকির সৌজন্য

দ্য রেড স্লিভ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: চলমান
সত্য ঘটনা অবলম্বনে পরিচালক জাং জি-ইন ও সং ইয়ন-হুয়া নির্মাণ করেন কোরীয় সিরিজ ‘দ্য রেড স্লিভ’। ঐতিহাসিক ও রোমান্টিক ঘরানার সিরিজটি গত বছরের নভেম্বরে মুক্তি পেয়েছিল। এতে রাজদাসীদের জীবন ও সে সময়ের প্রেক্ষাপট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সিরিজটি এখন বাংলায়ও দেখা যাচ্ছে। ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পেয়েছে সিরিজটির ২৯ থেকে ৩২তম পর্ব। সিরিজটিতে অভিনয় করেছেন লি জুন-হো, লি সি-ইয়ং, কাং হুন প্রমুখ।

‘পামেলা, আ লাভ স্টোরি’ তথ্যচিত্রটিতে জীবন ও ক্যারিয়ারের নানা ঘটনার খোলামেলা বয়ান দিয়েছেন পামেলা

পামেলা, আ লাভ স্টোরি
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ৩১ জানুয়ারি
নব্বই দশকের অন্যতম আলোচিত-সমালোচিত তারকা পামেলা অ্যান্ডারসনকে নিয়ে তথ্যচিত্র। এতে তাঁর জীবন ও ক্যারিয়ারের নানা ঘটনার খোলামেলা বয়ান দিয়েছেন এই ‘বেওয়াচ’ তারকা। তথ্যচিত্রটির পরিচালক রায়ান হোয়াইট।

‘জেহানাবাদ অব লাভ অ্যান্ড ওয়ার’ ২০০৫ সালে বিহারের প্রেক্ষাপটে নির্মিত ক্রাইম থ্রিলার সিরিজ

জেহানাবাদ অব লাভ অ্যান্ড ওয়ার
ধরন: সিরিজ
স্ট্রিমিং: সনি লিভ
দিনক্ষণ: ৩ ফেব্রুয়ারি
২০০৫ সালে বিহারের প্রেক্ষাপটে নির্মিত ক্রাইম থ্রিলার সিরিজ। অভিনয় করেছেন রজত কাপুর, ঋত্বিক ভৌমিক, পরমব্রত চট্টোপাধ্যায়, হর্ষিতা কৌর প্রমুখ। সিরিজটির শো রানার সুধীর মিশ্র, পরিচালনা করেছেন রাজীব বার্নওয়াল ও সত্যাংশু সিং।

‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’–এর পোস্টার

ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: ডিজনি প্লাস হটস্টার
দিনক্ষণ: ১ ফেব্রুয়ারি
গত বছর প্রেক্ষাগৃহে মুক্তির পর ‘ব্ল্যাক প্যান্থার’ সিনেমার সিকুয়েলটি জনপ্রিয় হয়। চলতি বছর অস্কারে পাঁচটি শাখায় মনোনীত সিনেমাটি এখন ওটিটিতেও দেখা যাচ্ছে। রায়ান কুগালার পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যাঞ্জেলা বাসেট, লুপিটা নিইয়ং, মার্টিন ফ্রিম্যান, লেটিশিয়া রাইট।

সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘অরফান’-এর প্রিকুয়েল ‘অরফান: ফার্স্ট কিল’

অরফান: ফার্স্ট কিল
ধরন: সিনেমা
স্ট্রিমিং: আমাজন প্রাইম
দিনক্ষণ: ১ ফেব্রুয়ারি
২০০৯ সালে মুক্তি পাওয়া সাইকোলজিক্যাল হরর সিনেমা ‘অরফান’-এর প্রিকুয়েল। ছবিটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পায়; উইলিয়াম ব্রেন্ট বেলের ছবিটি এখন ওটিটিতে দেখা যাচ্ছে। ছবির চিত্রনাট্য সমালোচকেরা পছন্দ করেননি, তবে ব্যাপক প্রশংসিত হয় ইসাবেল ফুরম্যানের অভিনয়। ছবিটিতে আরও আছেন জুলিয়া স্টাইলস, রসিফ সাদারল্যান্ড প্রমুখ।

‘রক্তকরবী’ সিরিজের পোস্টার

রক্তকরবী
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিফাইভ
দিনক্ষণ: ৩ ফেব্রুয়ারি
সাইকোলজিক্যাল থ্রিলার সিরিজটির পরিচালক সায়ন্তন ঘোষাল। মুখার্জি পরিবারে একের পর এক মৃত্যু, মানুষগুলোর অদ্ভুত আচরণ, আত্মহত্যার খবর—এর পেছনের রহস্য কী? এমন গল্পের সিরিজটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাইমা সেন ও বিক্রম চট্টোপাধ্যায়। আরও আছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, তুলিকা বসু প্রমুখ।