প্রতি সপ্তাহে ওটিটিতে যোগ হচ্ছে নতুন নতুন কনটেন্ট। নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
থিরান
ধরন: সিনেমা
স্ট্রিমিং: চরকি
দিনক্ষণ: ৩ নভেম্বর
একই ধরনের একের পর এক দুর্ধর্ষ সব খুনের ঘটনা ঘটছে। তরুণ পুলিশ কর্মকর্তা থিরান কি পারবেন অপরাধ থামাতে? ২০০০ সালে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তামিল অ্যাকশন-থ্রিলার ছবি থিরান। ২০১৭ সালে এইচ ভিনোথ পরিচালিত তামিল ছবিটি মুক্তি পায়। এবার বাংলা ভাষায় ছবিটি মুক্তি পেয়েছে চরকিতে। ছবির প্রধান ভূমিকায় অভিনয় করেছেন কার্থি। এ ছাড়া আছেন রাকুলপ্রীত সিং, অভিমন্যু সিং প্রমুখ।
বোধ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: ৪ নভেম্বর
আলমগীর হোসেন অবসরপ্রাপ্ত বিচারপতি। দক্ষ আইনজ্ঞ আলমগীরের নিজের বিচারবোধের প্রতি অগাধ আস্থা ছিল। কিন্তু অবসরের পর নানা ঘটনায় তিনি বিচারবোধের প্রতি আস্থা হারাতে শুরু করেন। একপর্যায়ে বিবেকের দংশন থেকে জাগ্রত হয় বোধ, শুরু হয় সত্যের উদ্ঘাটন। এমন গল্প নিয়ে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব সিরিজ ‘বোধ’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন, দিলারা জামান, রুনা খান, অর্চিতা স্পর্শিয়া, সারা আলম, রওনক হাসান।
পোন্নিইন সেলভান ১
ধরন: সিনেমা
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: ৪ নভেম্বর
গত ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির পর মণি রত্নমের তামিল ছবিটি ৫০০ কোটি রুপির বেশি ব্যবসা করে, হয় চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল তামিল ছবি। কালকি কৃষ্ণমূর্তির লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত ছবিটিতে অভিনয় করেছেন বিক্রম, ঐশ্বরিয়া রাই বচ্চন, জয়রাম রবি, কার্থি, তৃষ্ণা, ঐশ্বরিয়া লক্ষ্মী। প্রেক্ষাগৃহে সাফল্যের পর ওটিটিতে মুক্তি পাচ্ছে ছবিটি।
কিলার সালি
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: ২ নভেম্বর
১৯৯৫ সালের ভালোবাসা দিবসে পেশাদার বডিবিল্ডার সালি ম্যাকনেইলের হাতে মারা যান তাঁর স্বামী ও বডিবিল্ডার রে ম্যাকনেইল। স্বামীকে হত্যার অপরাধে ১৯ বছরের কারাদণ্ড হয় সালির। তিনি কুখ্যাত হন ‘কিলার সালি’ নামে। এই বডিবিল্ডারের খুনের দায়ে সাজা পাওয়া ও এর পরের ঘটনাসহ নানা বিষয় নিয়ে তিন পর্বের এ তথ্যচিত্র। যেখানে সালি নিজে ছাড়াও কথা বলেছেন তাঁর বন্ধুরা। পরিচালনা করেছেন আগে ‘অন দ্য রোপস’, ‘হিলারি’র মতো তথ্যচিত্রের নির্মাতা ন্যানেট বারস্টেইন।
লো কান্ট্রি: দ্য মারডাগ ডাইনেস্টি
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: এইচবিও ম্যাক্স
দিনক্ষণ: ৩ নভেম্বর
গত বছর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে অভিযুক্ত হন আইনজীবী অ্যালেক্স মারডাগ। আলোচিত সেই ঘটনা নিয়ে তথ্যচিত্রটি।
সেলেনা গোমেজ: মাই মাইন্ড অ্যান্ড মি
ধরন: তথ্যচিত্র
স্ট্রিমিং: অ্যাপল টিভি প্লাস
দিনক্ষণ: ৪ নভেম্বর
শারীরিক ও মানসিক নানা ধরনের অসুস্থতায় ভুগেছেন সেলেনা গোমেজ। বেশ কয়েকবার পুনর্বাসনকেন্দ্রেও যেতে হয়েছে তাঁকে। ব্যক্তি সেলেনার নানা জানা-অজানা গল্প নিয়ে নির্মিত হয়েছে এই তথ্যচিত্র। এটি পরিচালনা করেছেন অ্যালেক কেশিশিয়ান।