পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী। ‘ফড়িং’ সিনেমায় তাঁর উপস্থিতি পরিচিতি পাইয়েছে বাংলাদেশেও। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয় এই তারকা। ঘুরে বেড়াতে ভালোবাসেন। গতকাল জানা গেছে, এ মাসের শেষের দিকে শুরু হবে চরকি অরিজিনাল সিরিজ ‘লহু’র শুটিং। বর্তমানে ঢাকাই সিনেমার আলোচিত ও জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবং ওপার বাংলার সোহিনী সরকারকে দেখা যাবে এই সিরিজে। সিরিজ ‘লহু’ নিয়ে বেশ রোমাঞ্চিত সোহিনী সরকার। ভারতে জনপ্রিয় এ অভিনেত্রী প্রায় প্রতিদিন ইনস্টাগ্রামে ছবি দিয়ে ভক্তদের জানিয়ে দিচ্ছেন তাঁর হালচাল। তাঁর নানা রং–রূপের দুই ডজন ছবি নিয়ে আজকের আয়োজন।
সিরিজ ‘লহু’ নিয়ে বেশ রোমাঞ্চিত সোহিনী সরকার। কাজটির জন্য নিজেকে প্রস্তুতও করছেন চরিত্র অনুযায়ী। তিনি বলেন, ‘আমি ভীষণ আনন্দিত ও আশাবাদী কাজটা নিয়ে। কলকাতায় চরকির কাজ শুরু হচ্ছে। এতে আমাদের কাজের ক্ষেত্র ও পরিধিও বাড়ল। ভেবেই খুব ভালো লাগছে। সেই সঙ্গে সিরিজটির গল্প ও প্লট একদম ভিন্ন। আশা করছি, কাজটা দুর্দান্ত হবে।পুরো নাম সোহিনী সরকার। ১৯৯২ সালের ১ অক্টোবর পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার খড়দহে জন্ম, বেড়ে ওঠা।২০০৮ সালে টেলিভিশন ধারাবাহিক ‘রাজপথ’ দিয়ে তাঁর ছোট পর্দার অভিনয়জীবন শুরু।এরপর তিনি স্টার জলসায় প্রচারিত ‘ওগো বধূ সুন্দরী’ ধারাবাহিকে কাজ করেন। ২০১৮ সালে শুরু হওয়া ‘ভূমিকন্যা’ ধারাবাহিকে কাজ করেন সোহিনী সরকার।সোহিনী সরকারশোনা যায়, তিনি কর্মজীবনের শুরুর দিকে একটি ধারাবাহিকের শুটিংয়ে যৌন হয়রানির শিকার হয়েছিলেন, এরপর একটা ভালো কাজ পেয়ে ওই ধারাবাহিক থেকে বেরিয়ে আসেন।সাধের শরৎ—এ ছবির ক্যাপশনে লিখেছেন অভিনেত্রী।২০১৩ সালে ‘রূপকথা নয়’–এ অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে যাত্রা। একই বছরে ব্লকবাস্টার চলচ্চিত্র ‘ফড়িং’-এ অভিনয়।সোহিনীর সাম্প্রতিক ছবি‘সব কাজ সেরে তোমার কাছে ফিরে আসার সাধ জাগে’—এ ছবির ক্যাপশনে লিখেছেন সোহিনী।তুলার মতো নরম আকাশ আর কাশফুলের অপেক্ষায়।যদি লুকাতে চাও, রাঙিয়ে দাও লালে।বন্ধু তোমায় এ গান শোনাব বিকেলবেলায়।একটি কাদামাখা দিন ও অমলতাস ফুল।হলুদ বনে বনে নাকছাবিটি হারিয়ে গেছে সুখ নেইকো মনে...পিরিতি কাঁঠালের আঠা।শুধু জেদের বশে বেখেয়ালেই হৃদয়টাকে মিস করছি।সেই রোববারের উল্লাস!কতটা পথ পেরোলে তবে পথিক বলা যায়।সবুজ বেছে নাও, সবুজই ভালো।নীল রঙের মিছিল।নিজেকে ভালোবাসো। পুরো নাম সোহিনী সরকার