ওটিটিতে এ সপ্তাহে কী দেখবেন, কোথায় দেখবেন

প্রতি সপ্তাহে ওটিটিতে যুক্ত হচ্ছে নতুন নতুন কনটেন্ট। চলতি সপ্তাহে মুক্তি পাওয়া ও মুক্তির অপেক্ষায় থাকা নতুন ওয়েব সিরিজ, সিনেমা, প্রামাণ্যচিত্র, রিয়েলিটি শোর খবর নিয়ে আমাদের এ নিয়মিত আয়োজন।
‘হোম স্টে মার্ডারস’–এর পোস্টার
ইনস্টাগ্রাম

হোম স্টে মার্ডারস
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হইচই
দিনক্ষণ: চলমান
পাইনবনে ঘেরা এক হোম স্টেতে ছুটি কাটাতে যান কয়েকজন। সেখানেই ঘটতে থাকে একের পর এক খুনের ঘটনা! কী আছে এসবের পেছনে? এমন গল্প নিয়ে নির্মিত সিরিজটিতে অভিনয় করেছেন পার্নো মিত্র, সৌরভ দাস, সোহিনী সরকার, দেবচন্দ্রিমা সিংহ রায়, অপরাজিতা ঘোষ, অর্জুন চক্রবর্তী। সিরিজটি পরিচালনা করেছেন সায়ন্তন ঘোষাল।

দাহাড়
ধরন: সিরিজ
স্ট্রিমিং: অ্যামাজন প্রাইম ভিডিও
দিনক্ষণ: চলমান
গণশৌচাগারে একের পর এক পাওয়া যাচ্ছে নারীর মৃতদেহ। ক্রমিক খুনিকে ধরতে তদন্তে নামে পুলিশ অফিসার অঞ্জলি ভাতি।

‘দাহাড়’ দিয়ে ওয়েব সিরিজে অভিষেক হয়েছে সোনাক্ষী সিনহার

এমন গল্প নিয়ে রীমা কাগতি ও জোয়া আখতারের নতুন সিরিজ। আট পর্বের সিরিজের প্রধান চরিত্রে দেখা যাবে সোনাক্ষী সিনহাকে। এই প্রথম কোনো সিরিজে অভিনয় করলেন তিনি। এ ছাড়া সিরিজটিতে আছেন গুলশান দেবাইয়া, বিজয় ভার্মা, সোহম শাহ।

দ্য মাদার
ধরন: সিনেমা
স্ট্রিমিং: নেটফ্লিক্স
দিনক্ষণ: চলমান
আততায়ীর হাত থেকে মেয়েকে বাঁচাতে মরিয়া এক মায়ের গল্প নিয়ে অ্যাকশন ড্রামা সিনেমাটি বানিয়েছেন নিকি কারো।

মা দিবসকে সামনে রেখে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্ম ‘দ্য মাদার’

প্রধান চরিত্রে অভিনয় করেছেন জেনিফার লোপেজ। মা দিবসকে সামনে রেখে মুক্তি পেয়েছে ওয়েব ফিল্মটি।

দ্য গ্রেট
ধরন: সিরিজ
স্ট্রিমিং: হুলু
দিনক্ষণ: চলমান
রাশিয়ার সম্রাজ্ঞী দ্বিতীয় ক্যাথরিনকে নিয়ে নির্মিত সিরিজটির তৃতীয় মৌসুম মুক্তি পেয়েছে।

‘দ্য গ্রেট’–এর তৃতীয় মৌসুম মুক্তি পেয়েছে গতকাল

ঐতিহাসিক সিরিজটিতে ক্যাথরিনের ভূমিকায় অভিনয় করেছেন এল ফ্যানিং। এ ছাড়া আছেন নিকোলাস হল্ট, ফোবে ফক্স প্রমুখ। প্রথম দুই কিস্তির মতো তৃতীয়টিতেও রয়েছে দশটি পর্ব।

তাজ: রেইন অব রিভেঞ্জ
ধরন: সিরিজ
স্ট্রিমিং: জিভাইভ
দিনক্ষণ: চলমান
গত ৩ মার্চ মুক্তি পায় ‘তাজ: ডিভাইডেড বাই ব্লাড’। মোগল সাম্রাজ্যের কাহিনি নিয়ে নির্মিত সিরিজটির এটি দ্বিতীয় মৌসুম।

‘তাজ: রেইন অব রিভেঞ্জ’–এর পোস্টার

এতে আকবর চরিত্রে অভিনয় করেছেন নাসিরউদ্দিন শাহ আর অদিতি রায় হায়দারি হয়েছেন আনারকলি। আরও আছেন ধর্মেন্দ্র, রাহুল বোস, জরিনা ওয়াহাব প্রমুখ।